নয়াদিল্লি: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL 2024) তোরজোর। নতুন বছরের প্রথমের দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের মেগা ইভেন্ট। অবশেষে জল্পনার অবসান হয়েছে। নিলামের দিন ঘোষণা করেছে বিসিসিআই। ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে পরবর্তী আইপিএলের নিলামের আসর (IPL Auction 2024) , এমনটাই জানানো হয়েছে ভারতীয় বোর্ডের তরফে।। এই প্রথম বার বিদেশের মাটিতে বসবে নিলামের আসর। মিনি নিলাম হলেও, আইপিএলের ইতিহাসে এটা রেকর্ড। কারণ অতীতে ভারতের কোটিপতি লিগের নিলাম বিদেশে হয়নি। কবে শুরু হবে আইপিএল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেশ থেকে সরতে পারে আইপিএল, তা আগেই শোনা গিয়েছিল। আইপিএলের নির্ধারিত সময়ে দেশে লোকসভা নির্বাচন রয়েছে। সেই কারণে এখনও আইপিএলের দিনক্ষণ নিশ্চিত করা সম্ভব যায়নি। তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই, এমনটাই জানানো হয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। তবে নিলাম হবে মরুর দেশে। বিদেশের মাটিতে নিলাম কিন্তু আরও একটা ইঙ্গিত দিচ্ছে। তবে কি দেশে হবে না আইপিএল? এই আশঙ্কাকে কিন্তু একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই কোন প্লেয়ারদের ধরে রাখতে চায়, আর কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ বার দল গুছিয়ে নিলামে বসার অপেক্ষা মাত্র। নিলামের আসরে প্রিয় তারকাদের দলে টানার লড়াইয়ে যোগ দেবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। এ বারের নিলামে ১১৬৬ জন ক্রিকেটার নাম রেজিস্টার করেছেন। যার মধ্যে ৮৩০ জন ভারতীয়। মোট জায়গা ফাঁকা রয়েছে ৭৭। অর্থাৎ এই সীমিত সিটের জন্য কতজন প্লেয়ার লড়বেন তাই এখন দেখার।