IPL 2024, RCB: আইপিএলে ট্রফি খরা কাটাতে মো-কে দায়িত্ব দিল RCB
IPL 2024, Royal Challengers Bangalore: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ক্রিকেট ডিরেক্টরের ভূমিকায় ছিলেন মাইক হেসন। জুলাই অবধি তাঁর সঙ্গে চুক্তি ছিল। মেয়াদ বাড়ায়নি আরসিবি। এক প্রেস বিবৃতিতে আরসিবির নতুন ক্রিকেট ডিরেক্টর মো বোবাত বলেন, 'মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গার দারুণ কাজ করেছেন। তাঁদের সৌজন্যেই ধারাবাহিক ভালো খেলেছে আরসিবি।' রয়্যাল চ্যালেঞ্জার্সে পুনর্মিলন হতে চলেছে মো বোবাত ও অ্যান্ডি ফ্লাওয়ারের।
বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৪টি সংস্করণ হয়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঝুলিতে নেই ট্রফি। প্রতি মরসুমেই তারকা সমৃদ্ধ দল গড়ে তারা। বিরাট কোহলির মতো সুপারস্টার খেলছেন প্রথম সংস্করণ থেকেই। দীর্ঘ সময় নেতৃত্বও দিয়েছেন। গত মরসুমেই আরসিবির নেতৃত্ব ছাড়েন বিরাট। ফাফ ডুপ্লেসি দায়িত্ব নেন। বিরাট-ফাফ অনবদ্য ব্য়াটিং করেন। ট্রফি খরা কিন্তু কাটেনি। এমনকি মেয়েদের উদ্বোধনী প্রিমিয়ার লিগেও শক্তিশালী দল গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু ট্রফি…। কী করলে ট্রফি খরা কাটবে, রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে এ যেন অজানা প্রশ্ন। নানা পরিকল্পনা বদলেছে তারা। এ বার হাই প্রোফাইল মো বোবাতের শরণাপন্ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
কে এই মো বোবাত? ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে দীর্ঘ ১২ বছর নানা দায়িত্ব সামলেছেন। ইসিবির পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে সাদা বলে ইংল্যান্ড ক্রিকেটকে যেন বদলে দিয়েছেন। তাঁর সময়েই ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ভাগ্য বদলের জন্য হাই-প্রোফাইল মো বোবাতকেই ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী মরসুমে আরসিবির নতুন ভূমিকায় দেখা যাবে মো-কে। ২০১১ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে যোগ দেন তিনি। ২০১৯ সালে তাঁকে পারফরম্যান্স ডিরেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ক্রিকেট ডিরেক্টরের ভূমিকায় ছিলেন মাইক হেসন। জুলাই অবধি তাঁর সঙ্গে চুক্তি ছিল। মেয়াদ বাড়ায়নি আরসিবি। এক প্রেস বিবৃতিতে আরসিবির নতুন ক্রিকেট ডিরেক্টর মো বোবাত বলেন, ‘মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গার দারুণ কাজ করেছেন। তাঁদের সৌজন্যেই ধারাবাহিক ভালো খেলেছে আরসিবি।’ রয়্যাল চ্যালেঞ্জার্সে পুনর্মিলন হতে চলেছে মো বোবাত ও অ্যান্ডি ফ্লাওয়ারের। নতুন মরসুমে আরসিবির কোচ ফ্লাওয়ার। সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন। অতীতে ইংল্যান্ড ক্রিকেট দলে কোচিং করিয়েছেন ফ্লাওয়ার।