IPL 2024, CSK: সুপার কিংসের অধিনায়ক হিসেবে যাঁকে তৈরি করেছেন ধোনি

IPL 2024, Chennai Super Kings: চেন্নাই সুপার কিংসে ধোনির বিকল্প নেতা কে হতে পারেন? প্রশ্নটাই ভুল। মহেন্দ্র সিং ধোনির কোনও বিকল্প হয় না। তবে ধোনির বাছাই করা অধিনায়ক যে স্পেশাল হবেন এ কথা বলাই যায়। ২০২২ সালের আইপিএলে নেতৃত্ব নিয়ে ব্য়াপক জলঘোলা হয়েছিল চেন্নাই সুপার কিংসে। রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক বেছে দিয়েছিলেন ধোনি। নেতৃত্বের প্রভাব জাডেজার পারফরম্যান্সে পড়ে। জাডেজার চোট সমস্যায় ফেলে। ফের দায়িত্ব নেন ধোনিই। গত মরসুমেও নানা জল্পনা ছিল।

IPL 2024, CSK: সুপার কিংসের অধিনায়ক হিসেবে যাঁকে তৈরি করেছেন ধোনি
Image Credit source: IPL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 25, 2023 | 9:30 AM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ এখনও অনেকটাই সময়। দল গোছানোর কাজ অবশ্য জোরকদমেই চলছে। কোন দল কাদের রেখে দিচ্ছে, এই তালিকা জানা যাবে রবিবার। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অবশ্য চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব নিয়ে। গত সংস্করণের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দু-দিনের রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে শেষ বলে হারিয়ে খেতাব জেতে সিএসকে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল। প্রশ্ন হচ্ছে, আগামী মরসুমেও কি ধোনিই নেতৃত্ব দেবেন? সেই সম্ভাবনা ক্ষীণ। ধোনি অবশ্য বেছে রেখেছেন নতুন নেতাকে। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

যদি বলা হয়, চেন্নাই সুপার কিংসে ধোনির বিকল্প নেতা কে হতে পারেন? প্রশ্নটাই ভুল। মহেন্দ্র সিং ধোনির কোনও বিকল্প হয় না। তবে ধোনির বাছাই করা অধিনায়ক যে স্পেশাল হবেন এ কথা বলাই যায়। ২০২২ সালের আইপিএলে নেতৃত্ব নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল চেন্নাই সুপার কিংসে। রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক বেছে দিয়েছিলেন ধোনি। নেতৃত্বের প্রভাব জাডেজার পারফরম্যান্সে পড়ে। জাডেজার চোট সমস্যায় ফেলে। ফের দায়িত্ব নেন ধোনিই। গত মরসুমেও নানা জল্পনা ছিল।

আইপিএলের গত সংস্করণে মনে করা হয়েছিল, বেন স্টোকসকে অধিনায়ক করা হতে পারে। যদিও স্টোকস পুরোপুরি ফিট না থাকায়, সেই সম্ভাবনা ইতি হয়ে যায়। এটাই একমাত্র কারণ নয়। ধোনি এমন একজনকেই বেছে রেখেছেন, যিনি শুধু চেন্নাই সুপার কিংসই নয়, ভবিষ্যতে জাতীয় দলেও নেতৃত্ব দেবেন। সেই তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম তিন ম্যাচে সূর্যকুমার যাদবের ডেপুটি ঋতুরাজ। তার অনেক আগেই অবশ্য ঋতুকে ভবিষ্যৎ নেতা হিসেবে বেছে রেখেছেন মাহি।

চেন্নাই সুপার কিংসকে ধারাবাহিক ভরসা দিয়েছেন ডানহাতি ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। নাম প্রকাশে অনিচ্ছুক চেন্নাইয়ের এক প্লেয়ার জানিয়েছিলেন, ম্যাচ চলাকালীন নানা ক্ষেত্রেই ঋতুরাজের মত জানতে চান ধোনি। পছন্দ হলে, ঋতুর সেই পরামর্শ মেনেও নেন। ঋতুরাজও ক্যাপ্টেন কুলের মতো ঠান্ডা মাথার। চাপের মুখে ভেঙে পড়েন না। তাঁর ম্যাচ বিশ্লেষণও তুখোর। এ সব নানা কারণেই ঋতুরাজকে পছন্দ মাহির। আর চেন্নাই সুপার কিংসে শুধুমাত্র অধিনায়ক কিংবা প্লেয়ার বলা যায় না ধোনিকে। টিম ম্যানেজমেন্ট কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ধোনির মত নেন।

গত সংস্করণে হাঁটুতে চোট নিয়ে খেলেছিলেন ধোনি। তাঁর যে সমস্যা হচ্ছে, পরিষ্কার ধরা পড়েছে। আইপিএল শেষ হতেই অস্ত্রোপচার করান। আগামী মরসুমে খেলবেন কিনা, এই প্রসঙ্গ যখনই উঠেছে ধোনি বলে এসেছেন, অনেক সময় বাকি সিদ্ধান্ত নেওয়ার। তবে এটুকু নিশ্চিত করেছিলেন, না খেললেও চেন্নাই বেঞ্চেই থাকবেন তিনি। সেটা প্লেয়ার হিসেবে না কোচিং টিমে, পরিষ্কার করেননি।

ক’দিন আগেও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সিঁড়ি বেয়ে নামতে সমস্যায় পড়ছেন মাহি। তিনি খেললেও সব ম্যাচেই নামবেন কিনা, ধোঁয়াশা রয়েছে। ধোনি যদি খেলেনও, নেতৃত্ব দেবেন ঋতুরাজ। ধোনির সাহচর্যে আরও তুখোর হয়ে ওঠার সুযোগ থাকবে। এখনও অবধি পরিস্থিতি তেমনই।