IPL 2024 Auction: আইপিএলের নিলামে বাংলার একঝাঁক ক্রিকেটার, রয়েছেন মহম্মদ সামির ভাইও
IPL 2024 Bengal Player Auction List Announced: গুজরাট টাইটান্সে খেলেন মহম্মদ সামি। আগামী আইপিএলের নিলামে নাম নথিভূক্ত করেছেন তাঁর ভাই মহম্মদ কাইফও। বাংলার দুই পেসারকে এক দলে দেখা যাবে কিনা, নিশ্চিত নয়। সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। আজই আইপিএল নিলামের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। মোট ৩৩৩ জনের তালিকা প্রকাশ হয়েছে। রিটেন লিস্টে বাংলার অনেক ক্রিকেটারই রয়েছেন।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার কি দুই ভাইয়ের দাপট দেখা যাবে? না হওয়ার কিছু নেই। গুজরাট টাইটান্সে খেলেন মহম্মদ সামি। আগামী আইপিএলের নিলামে নাম নথিভূক্ত করেছেন তাঁর ভাই মহম্মদ কাইফও। বাংলার দুই পেসারকে এক দলে দেখা যাবে কিনা, নিশ্চিত নয়। সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। আজই আইপিএল নিলামের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। মোট ৩৩৩ জনের তালিকা প্রকাশ হয়েছে। রিটেন লিস্টে বাংলার অনেক ক্রিকেটারই রয়েছেন। তেমনই নিলামের তালিকাতেও বাংলার একঝাঁক ক্রিকেটার। রয়েছেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামিও। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আইপিএলের নিলামে বাংলা ক্রিকেটের অনেক পরিচিত মুখই রয়েছেন। তবে বিশেষ নজর থাকবে মহম্মদ কাইফের দিকে। ক্লাব হোক বা ঘরোয়া ক্রিকেট, ধারাবাহিক ভালো পারফর্ম করছেন বাংলার পেসার মহম্মদ কাইফ। এ দিনই বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে বাংলা। পুরো টুর্নামেন্টে বোলিং আক্রমণ নজর কেড়েছে। তার মধ্যে মহম্মদ কাইফও রয়েছেন। নিলামে তাঁকে কোনও দল নেবে, এমনটাই প্রত্যাশা করা যায়।
ভারত এ দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। নিলামে রয়েছেন তিনিও। এ ছাড়াও বাংলার অধিনায়ক সুদীপ ঘরামিও। গত আইপিএলের মাঝে সুদীপকে ট্রায়ালে ডেকেছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে নেওয়ার সম্ভাবনাও ছিল। শেষ অবধি অবশ্য তাঁকে নেয়নি কেকেআর। বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করেছেন সুদীপ। সম্ভাবনা একটা থাকছেই। এ ছাড়াও বাংলার ক্রিকেটারদের মধ্যে ঋত্বিক চট্টোপাধ্যায়, ঈশান পোড়েলরা রেজিস্ট্রেশন করেছেন। বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করেছেন ঈশান।





