IPL 2024 Auction: নিলামে ৩৩৩ জনের ভাগ্য নির্ধারণ, ভেনু থেকে সূচি; রইল বিস্তারিত
Indian Premier League Player Auction list announced: কোথায় এবং ভারতীয় সময় অনুযায়ী কখন নিলাম শুরু হবে, সবটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। এই ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ভারতের ২১৪ জন রয়েছেন। বাকি ১১৯ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ২ জন রয়েছেন আইসিসি সহযোগী দেশের। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছেন ১১৬ জন।

মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের নিলাম ১৯ ডিসেম্বর। কোন প্লেয়াররা নিলামে উঠছেন। কোথায় এবং ভারতীয় সময় অনুযায়ী কখন নিলাম শুরু হবে, সবটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। এই ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ভারতের ২১৪ জন রয়েছেন। বাকি ১১৯ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ২ জন রয়েছেন আইসিসি সহযোগী দেশের। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছেন ১১৬ জন। বাকি ২১৫ জন ক্রিকেটারেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আইপিএলের রিটেনশন লিস্ট আগেই জমা দিয়েছে ফ্র্য়াঞ্চাইজিগুলি। ট্রেডিংয়ের উইন্ডো এখনও একদিন রয়েছে। ১০ দলের টুর্নামেন্ট। সব মিলিয়ে ৭৭টি প্লেয়ারের জায়গা খালি রয়েছে। এর মধ্যে ৩০টি স্লট বিদেশি প্লেয়ারদের জন্য। নিলামে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই বেস প্রাইসে ২৩ জন ক্রিকেটার নাম নথিভূক্ত করেছেন। এরপরই রয়েছে ১.৫ কোটির বেস প্রাইস। এই তালিকায় রয়েছেন ১৩ জন ক্রিকেটার। ভারতীয় সময় দুপুর ২.৩০টায় শুরু হবে আগামী আইপিএলের নিলাম।
সবচেয়ে বেশি স্লট খালি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের ১২টি স্লটের মধ্যে ৪টি বিদেশি ক্রিকেটারের জন্য়। কেকেআরের পার্সে রয়েছে ৩২.৭ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৮টি স্লট। এর মধ্যে বিদেশি প্লেয়ার নেওয়া যাবে ৪ জন। পার্সে রয়েছে ২৮.৯৫ কোটি। আইসিসি সহযোগী দেশের যে দুই ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন, পল ভ্যান মিকরন (নেদারল্যান্ডস) ও ডেভিড উইজে (নামিবিয়া)।





