
কলকাতা: সেই ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখতে দেখতে ১৭টা মরসুম এক দলে কাটিয়ে ফেলেছেন বিরাট কোহলি। আরসিরি আর বিরাট কোহলি যেন একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে। কিন্তু কোহলি তাঁর প্রিয় দলকে ট্রফির স্বাদ দিতে পারেননি। এ বার সেই সুবর্ণ সুযোগ রয়েছে বেঙ্গালুরুর সামনে। দুই লাল-ব্রিগেড বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি। যে দলই জিতুক না কেন, ইতিহাস হবেই। ৭টি দল এখনও অবধি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এ বার অষ্টম দল হিসেবে কারা খোদাই করবে আইপিএল ট্রফিতে নিজেদের নাম, সকলের নজর সেদিকেই। টস ভাগ্য সঙ্গ দিল পঞ্জাবের। কেমন হল দুই দলের একাদশ? জেনে নিন বিস্তারিত।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসের পর তিনি বলেন, ‘পজিটিভ ভাবনা নিয়ে মাঠে নামছি। একটা দারুণ দিন। দর্শকরা অসাধারণ। (রবি শাস্ত্রীর প্রশ্ন দু’টো ম্যাচের মাঝে ২৪ ঘণ্টার গ্যাপ নিয়ে) দলের সকলেই ভালো আছে। আমিও ঠিক আছি। আমি বলতে চাই এটা একটা অন্য ম্যাচের মতো, তবে এটাও বলতে হয় যে আজ ফাইনাল। আমরা ফাইনালের মতো টেম্পারমেন্ট নিয়ে খেলব। আমাদের ক্ষমতা কাজে লাগিয়ে ম্যাচটা বের করার চেষ্টা করব।’
আরসিবি অধিনিায়ক রজত টসের পর বলেন, ‘আমরাও প্রথমে বল করতাম। পিচ শক্ত মনে হচ্ছে। ভালো স্কোর করে আমরা ওদের চাপে রাখার চেষ্টা করব। এখনও অবধি আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচটা আরও একটা অন্য ম্যাচের মতো। আরসিবি চতুর্থ বার ফাইনাল খেলছে ঠিকই। তবে এই ম্যাচে আমাদের কাছে আরও একটা অ্যাওয়ে গেমের মতো। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামব। পিচ ভালোই লাগছে। মনে হচ্ছে লাল ও কালো মাটির মিশ্রণ। ব্যাটিং উপযোগী পিচ।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড।
ইমপ্যাক্ট সাব- সূয়াশ শর্মা, রশিক সালাম দার, মনোজ ভান্ডাগে, টিম সিফার্ট, স্বপ্নিল সিং
পঞ্জাব কিংস একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং
ইমপ্যাক্ট সাব-প্রভসিমরন সিং, জাভিয়ের বার্টলেট, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেড়গে, প্রবীণ দুবে