LSG vs DC Playing XI IPL 2025: রাহুলের কান্তারা সেলিব্রেশন! লখনউয়ে আজ LSG-র ‘প্রথম’ ক্রিকেটার
LSG vs DC Preview: আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অভিষেক ২০২২ সালে। প্রথম ক্রিকেটার হিসেবে তারা সই করিয়েছিল লোকেশ রাহুলকে। অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের ইতিহাসে প্রথম ক্রিকেটার কিন্তু লোকেশ রাহুলই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম মাঝপথ ছাড়িয়েছে বলা যায়। আর এখন প্রতিটা দলের কাছেই সতর্ক পা ফেলার পরিস্থিতি। একটু এদিক ওদিক হওয়া মানে পা হড়কানোর সম্ভাবনা। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। এ মরসুমে পরস্পরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করেছিল লখনউ ও দিল্লি। কিন্তু সেই ম্যাচে একটা বিষয় মিস হয়ে গিয়েছিল। যেটা আজ প্রধান আকর্ষণ।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অভিষেক ২০২২ সালে। প্রথম ক্রিকেটার হিসেবে তারা সই করিয়েছিল লোকেশ রাহুলকে। অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের ইতিহাসে প্রথম ক্রিকেটার কিন্তু লোকেশ রাহুলই। তাঁকে আনাটা যেমন ধূমধামে ছিল, দল ছাড়াটা তিক্ত অভিজ্ঞতা। প্রথম লেগের ম্যাচের সময়ও নজর ছিল রাহুলের দিকে। যদিও সে সময় সন্তানের অপেক্ষায় থাকা রাহুল খেলতে পারেননি। আজ লখনউয়ের মাঠেই খেলবেন লোকেশ রাহুল।
আইপিএলে শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করছিল দিল্লি ক্যাপিটালস। টানা চার ম্যাচ জেতার পর প্রথম হেরেছিল। এরপর ঘুরে দাঁড়ায় দ্রুতই। যদিও গত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে, লখনউ পরপর জিতেছে। আত্মবিশ্বাসে লখনউ কিছুটা হলেও এগিয়ে থাকবে। তাদের এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদব ফিট হয়ে ফিরলেও তাড়াহুড়ো করা হয়নি। ঘরের মাঠে আজ তাঁকে খেলানো হতেই পারে। কী হতে পারে কম্বিনেশন?
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ঋষভ পন্থ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব/মায়াঙ্ক যাদব, দিগ্বেশ রাঠি, আবেশ খান
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক পোড়েল, ফাফ ডুপ্লেসি/ডোনোভান ফেরেরা/সমীর রিজভি, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার
