IPL 2025, Mohammed Shami: নিজের জন্য জ্ঞান বাঁচিয়ে রাখুন… সঞ্জয় মঞ্জরেকরকে ধুয়ে দিলেন সামি
IPL 2025 Mega Auction: অস্ট্রেলিয়া সফরের জন্য সামিকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। তার মধ্যেই আবার মঞ্জরেকর তীর্যক মন্তব্য করেছেন তাঁকে নিয়ে। আইপিএলে নিলাম রবি ও সোমবার। মেগা নিলামে চোটপ্রবণ সামির দর নাও উঠতে পারে। মঞ্জরেকরের এই মন্তব্যে কী বললেন সামি?
কলকাতা: আবার বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার ঠোঁটকাটা বলে ক্রিকেটমহলে পরিচিত। রাখঢাক না করেই বলে দেন মনের কথা। আর তাতে বিতর্কও বেঁধে যায়। এ বারও তাই হল। মঞ্জরেকরকে এ বার কার্যত ধুয়ে দিলেন মহম্মদ সামি। চোট সারিয়ে ৩৬১ দিন পর ক্রিকেটে ফিরেছেন সামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে পারফর্মও করেছেন। জিতিয়েছেন দলকে। ওই ম্যাচ কার্যত ট্রায়াল ছিল সামির। অস্ট্রেলিয়া সফরের জন্য সামিকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। তার মধ্যেই আবার মঞ্জরেকর তীর্যক মন্তব্য করেছেন তাঁকে নিয়ে। আইপিএলে নিলাম রবি ও সোমবার। মেগা নিলামে চোটপ্রবণ সামির দর নাও উঠতে পারে। মঞ্জরেকরের এই মন্তব্যে কী বললেন সামি?
মঞ্জরেকর দাবি করেছেন, নিলামে প্রত্যাশা মতো দর পাবেন না সামি। মঞ্জরেকর বলেছেন, ‘বিভিন্ন দলের ওকে নিয়ে নিশ্চিত ভাবেই আগ্রহ থাকবে। কিন্তু সামির যা চোটের গল্প, শেষটার জন্য যে সময় লেগেছে ওর ফিট হতে, মরসুমের মাঝপথে ওর চোট পাওয়ার একটা চিন্তা থেকেই যাচ্ছে। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি বিপুল টাকা খরচ করে ওকে নেয় আর মাঝপথে খেলতে না পারে, দলকে ভুগতে হবে। এই কারণে ওর দর কিছুটা পড়তে পারে।’
এই খবরটিও পড়ুন
এতেই চটেছেন সামি। অতীতে বাংলার পেসার সমালোচকদের জবাব দিতে পিছপা হননি। এ বারও তার ব্যতিক্রম হল না। সামি কটাক্ষ করে বলেছেন, ‘বাবা কি জয় হো…!’ এতেই থামেননি তিনি। লিখেছেন, ‘খানিকটা জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন সঞ্জয়জি, কাজে লাগবে।’ সেই সঙ্গে মজা করে বলেছেন, ‘কারও যদি ভবিষ্যৎ জানার ইচ্ছে থাকে, স্যারের সঙ্গে যোগাযোগ করুন।’ বাংলার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির স্কোয়াডেও রয়েছেন সামি। নিলামের এক দিন আগে একটি ম্যাচও খেলার সুযোগ পাচ্ছেন।
Mohammad Shami’s Instagram story. pic.twitter.com/PIruQ4oRcS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 21, 2024