
কোচি: আইপিএল-২০২৩ (IPL 2023) শুরু হতে হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে এ বছরের শেষেই ঠিক হয়ে গেল কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। কোচিতে আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর ছিল আইপিলের মিনি নিলাম (IPL 2023 Auction)। ২০২২ সাল থেকে আট দলের বদলে ১০ দলের আইপিএল শুরু হয়েছে। এ বারের নিলামে ছিল দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম ছিল। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে ছিলেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলে ফেলেছেন। ২৮২ জন ক্রিকেটার আপক্যাপড। কোচিতে হওয়া মিনি নিলামে আইপিএলের ১০ দল আজ ১৬৭ কোটি টাকা খরচ করেছে। মোট ৮০ জন প্লেয়ারের আজ আইপিএল দল পেয়েছেন। যার মধ্যে রয়েছেন মোট ৫১ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৯ জন বিদেশি ক্রিকেটার। সব চেয়ে বেশি দাম পেয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্য়াম কারান। ১৮.৫০ কোটিতে পঞ্জাব কিংস কিনেছে তাঁকে।
কোচিতে নিলামের শেষ বেলায় সাকিব আল হাসানকে ১.৫ কোটিতে কিনল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স ৫০ লক্ষ টাকায় কিনে নিল মনদীপ সিংকে।
১.৫ কোটিতে রাজস্থান রয়্যালসে গেলেন অজি তারকা অ্যাডাম জাম্পা
৪.৬ কোটির বিনিময়ে রাইলি রোসোকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
৫০ লক্ষ টাকায় লিটন দাসকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
১ কোটি বেস প্রাইসে কেকেআরে নামিবিয়ার ডেভিড উইজে।
৪ কোটি ৪০ লক্ষে গুজরাট টাইটান্সে আয়ারল্যান্ডের জশ লিটল।
সূয়াশ কুমারকে ২০ লক্ষ বেস প্রাইসে কিনল কেকেআর। দিল্লির ১৯ বছরের লেগ স্পিনার।
রাজস্থান রয়ালস ও হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়ইয়ের পর ১.৮০ কোটিতে সানরাইজার্সে মায়াঙ্ক ডাগার। ২০ লক্ষ বেস প্রাইস নিয়ে নিলামে উঠেছিলেন তিনি।
কাইল জেমিসনের বেস প্রাইস ছিল ১ কোটি। বেস প্রাইসে তাঁকে কিনে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
মিনি নিলামে আপাতত অবিক্রিত নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল ।
রাজস্থানের সঙ্গে লড়াইতে জিতে ৩.২০ কোটিতে উইল জ্যাককে কিনে নিল আরসিবি।
আরসিবি ও দিল্লির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ২.৪০ কোটিতে দিল্লিতে যাচ্ছেন মনীশ পান্ডে।
পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াইয়ের পর ৫.৫০ কোটিতে দিল্লিতে গেলেন বাংলার পেসার মুকেশ কুমার। সম্প্রতি দেশের জার্সিতেও খেলেছেন মুকেশ।
গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়ালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬ কোটির বিনিময়ে গুজরাটে শিবম মাভি। ৪০ লক্ষ বেস প্রাইস থেকে ৬ কোটিতে বিক্রি হলেন শিবম।
জমে উঠেছে আইপিএল মিনি নিলামের আসর। ৬০ লাখে কেকেআরে বৈভব অরোরা।
১.২ কোটির বিনিময়ে গুজরাট টাইটান্স কিনে নিল কোনা শ্রীকর ভরতকে। এর আগে তিনি আরসিবির জার্সিতে গত মরসুমে খেলেছিলেন।
সিএসকে ও কেকেআরের লড়াইের পর ৯০ লক্ষের বিনিময়ে এন জগদীশনকে কিনল কেকেআর।
কোচির নিলামে ৬০ লাখে সিএসকেতে ভাগ্য নির্ধারণ হল নিশান্ত সিন্ধুূর।
ঝাড়খন্ডের লেগ স্পিনার বিভ্রান্ত শর্মাকে ২.৬ কোটিতে কিনল হায়দরাবাদ।
৫০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনে নিল জয়দেব উনাদকটকে।
১.৫ কোটিতে অস্ট্রেলিয়ান তারকা ঝাই রিচার্ডসনকে নিল নীতা অম্বানির মুম্বই।
সিএসকে, মুম্বই, ও আরসিবির মধ্যে লড়াই শেষে ভাগ্য নির্ধরণ হল না ক্রিস জর্ডনের। আপাতত অবিক্রিত থাকলেন তিনি।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ছিল রিস টপলির। ১ কোটি ৯ লক্ষ টাকায় আরসিবি কিনে নিল রিস টপলি।
২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনে নিল ফিল সল্টকে।
কোচির নিলাম ঘরে রাজস্থান রয়ালস, দিল্লি ক্যাপিটালসের ও লখনউের মধ্যে লড়াইয়ের পর, ১৬ কোটিতে লখনউতে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান।
কোচিতে চলতি মিনি নিলামে আপাতত দল পেলেন না বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস।
কোচির নিলাম ঘরে আরসিবি, লখনউ ও রাজস্থানের মধ্যে দীর্ঘ বিডিং এর পর ১৬.২৫ কোটিতে সিএসকেতে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।
ক্যামেরুন গ্রিনকে নিয়ে মুম্বই ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৭.৫০ কোটিতে মুম্বইতে গেলেন ক্যামেরুন।
আইপিএলের মিনি নিলামে জেসন হোল্ডারকে নিয়ে লড়াই চলে সিএসকে, রাজস্থানের মধ্যে। শেষ পর্যন্ত ৫.৭৫ কোটিতে রাজস্থানে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার
৫০ লক্ষের পরিবর্তে সিকান্দার রাজাকে নিল প্রীতি জিন্টার পঞ্জাব।
কোচির নিলাম ঘরে মুম্বই ইন্ডিয়ানস, পঞ্জাব কিংস, চেন্নাই সুুুপার কিংস, রাজস্থান রয়ালস ও শেষে লখনৌর রয়ালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৮.৫০ কোটিতে পঞ্জাবে স্যাম কারান।
কোচিতে চলা আইপিএলের মিনি নিলামে ভাগ্য নির্ধারণ হল না সাকিব আল হাসানের। আপাতত অবিক্রিত তিনি।
আইপিএল মিনি নিলামে এখনও পর্যন্ত দল পেলেন না রাইলি রোসো।
কোচিতে চলা মিনি নিলামে আপাতত অবিক্রিত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।
পঞ্জাব কিংস , রয়াল চ্যালেন্জার্স ব্যাঙ্গোলোর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে লড়াই চলছিল মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে। অবশেষে, ৮.২৫ কোটিতে হায়দ্রাবাদে মায়াঙ্ক।
হ্যারি ব্রুকের বেস প্রাইস ছিল ১.৫০ কোটি। তাঁর জন্য নিলামে বিড করছিল আরসিবি, রাজস্থান রয়ালস ও সানরাইজারস হায়াদ্রাবাদ। শেষমেষ ১৩ কোটি ২৫ লক্ষে হায়দরাবাদে হ্যারি।
২ কোটি বেস প্রাইসে গুজরাট টাইটানসে কেন উইলিয়ামসনের।
১৬ তম আইপিএলের মিনি নিলাম শুরু। কোচির নিলাম ঘরে শুরু হল এক গুচ্ছ ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণোর পরীক্ষা।
নিলাম মঞ্চ প্রস্তুত। কোচিতে শুরু হতে চলেছে আইপিএ ২০২৩ এর মিনি নিলাম।
The #TATAIPLAuction arena all in readiness ?
We cannot wait for the Auction to get underway ? pic.twitter.com/5fNjUtsHm4
— IndianPremierLeague (@IPL) December 23, 2022
আইপিএলে ম্যাচের মাঝে যে কোনও টিম প্রয়োজন মতো একজন প্লেয়ার বদলাতে পারবে। যে নিয়মকে বলা হচ্ছে, ট্যাক্টিকল সাবস্টিটিউশন বা ইম্প্যাক্ট প্লেয়ার। বোলিং বা ফিল্ডিংয়ের সময় প্রয়োজন মতো ক্রিকেটার বদলানো যাবে। যে নতুন ক্রিকেটার মাঠে নামবেন, তিনি বোলিং ও ফিল্ডিং করতে পারবেন।
পড়ুন বিস্তারিত – IPL 2023 Auction: কেন বিদেশি ক্রিকেটাররা আইপিএলে ‘পরিবর্ত’ হিসেবে নামতে পারবেন না?
২০১৮ থেকে আইপিএলের অকশন মানেই হিউ এডমেডাস। তাঁকে ছাড়া নিলাম প্রক্রিয়া যেন বড্ড পানসে।
পড়ুন বিস্তারিত –IPL 2023 Auction: নিলামের মঞ্চে হাতুড়ি হাতে ফের হিউ এডমেডাস
১৬ তম আইপিএলের নিলামে চোখ থাকবে মায়াঙ্ক আগারওয়াল, বেন স্টোকস ও অজিঙ্ক রাহানেদের দিকে।
সেজে উঠেছে নিলামের আসর। আর কিছুক্ষণের অপেক্ষা।
You’ve witnessed the action unfold on your TV sets ?
Now watch what goes behind the scenes in an exclusive tour to deliver the #TATAIPLAuction broadcast ?️? pic.twitter.com/zQcrVocvw6
— IndianPremierLeague (@IPL) December 23, 2022
আইপিএল-২০২৩ এর জন্য দল সাজাতে আসরে নেমে পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজি। আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম।
বিস্তারিত – IPL 2023 Auction: ৫ বিদেশি ক্রিকেটার, যাঁদের ওপর টাকার বন্যা হতে পারে মিনি নিলামে
আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর, দুপুর ২.৩০ মিনিট নাগাদ কোচিতে শুরু হবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম।