IPL 2024 Auction: কেকেআরের সঙ্গী হতে চান, জেনে নিন কীভাবে দেখবেন নিলাম?

KKR, IPL Auction: আইপিএল নিলাম নিয়ে আগ্রহী? পথে-ঘাটে থাকা ক্রিকেটপ্রেমীদের জন্য রইল এক খুশির খবর। এ বার ভারতের মাটিতে নয়, ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আগামী আইপিএলের নিলাম। সেখানে দেশ ও বিদেশের মোট ৩৩৩জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। একাধিক ক্রিকেট প্রেমীরা আজ-কাল নিয়মিত আইপিএলের (IPL) খবরে চোখ রাখছেন।

IPL 2024 Auction: কেকেআরের সঙ্গী হতে চান, জেনে নিন কীভাবে দেখবেন নিলাম?
কেকেআরের সঙ্গী হতে চান, জেনে নিন কীভাবে দেখবেন নিলাম?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 14, 2023 | 4:08 PM

কলকাতা: আইপিএলের নিলামের (IPL 2024 Auction) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে আর মাত্র ৫টি দিন। হু-হু করে পেরিয়ে যাবে এই ক’দিনও। এ বার ভারতের মাটিতে নয়, ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আগামী আইপিএলের নিলাম। সেখানে দেশ ও বিদেশের মোট ৩৩৩জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। একাধিক ক্রিকেট প্রেমীরা আজ-কাল নিয়মিত আইপিএলের (IPL) খবরে চোখ রাখছেন। তাঁদের জন্য এ বার এক সুখবর। চব্বিশের আইপিএলের (IPL 2024) নিলাম ছুটির দিনে হবে না। হবে মঙ্গলবার। তা হলে পথে-ঘাটে থাকা ক্রিকেটপ্রেমীরা কীভাবে আইপিএলের নিলাম দেখতে পারবেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে এ বারের নিলামে নামবে দু’বারের আইপিএল জয়ী কেকেআর। শহরজুড়ে রয়েছেন একাধিক নাইট প্রেমী। তাঁরা ১৯ ডিসেম্বর দুবাইতে হতে চলা নিলামে নজর রাখবেন। সুদূর দুবাইতে তো সকলে যেতে পারবেন না। আর চলে গেলেও, তাঁরা তো আর নিলাম ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু নিলাম আসবে সকল নাইট প্রেমীদের ঘরে। কারণ এ বারের নিলাম বিনামূল্যে মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে দেখতে পাওয়া যাবে।

আসন্ন আইপিএলের নিলাম নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে যে সকল প্রশ্ন আসতেই পারে, তার উত্তর নিম্নে তুলে ধরা হল —

আইপিএল-২০২৪ এর নিলাম কবে হবে?

২০২৪ সালের আইপিএলের নিলাম হবে চলতি ডিসেম্বরের ১৯ তারিখ।

আইপিএল-২০২৪ এর নিলাম কোথায় অনুষ্ঠিত হবে?

২০২৪ সালের আইপিএলের নিলাম হবে দুবাইয়ের কোকা কোলা এরিনায়।

আইপিএল-২০২৪ এর নিলাম কখন শুরু হবে?

২০২৪ সালের আইপিএলের নিলাম শুরু হবে দুপুর ২.৩০ মিনিট নাগাদ।

দুবাইতে হতে চলা আইপিএলের নিলামে কতজন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে?

আসন্ন আইপিএলের নিলামে মোট ৩৩৩জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে।

১৯ ডিসেম্বর হতে চলা আইপিএল নিলামে কতজন ভারতীয় ক্রিকেটার থাকবেন?

২১৪ জন ভারতীয় ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে আইপিএল-২০২৪ এর নিলামে।

কতজন বিদেশি ক্রিকেটার থাকছেন আইপিএলের নিলামে হাতুড়ির নীচে?

১১৯ জন বিদেশি ক্রিকেটার থাকছেন আসন্ন আইপিএলের নিলামে।