IPL 2024 Auction: প্রথমবার বিদেশে আইপিএল নিলামের আসর, জেনে নিন দিনক্ষণ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 04, 2023 | 1:23 PM

IPL: ভারতের মাটিতে বর্তমানে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। তার মাঝে ভারতের কোটপতি লিগ নিয়ে বড় সড় আপডেট পাওয়া গেল। অক্টোবর মাসেই শোনা গিয়েছিল, চব্বিশের আইপিএল হবে বিদেশে। এ বার সেই খবরেই সিলমোহর দিয়েছে বিসিসিআই (BCCI)।

IPL 2024 Auction: প্রথমবার বিদেশে আইপিএল নিলামের আসর, জেনে নিন দিনক্ষণ
IPL 2024 Auction: প্রথমবার বিদেশে বসছে আইপিএল নিলামের আসর, জেনে নিন দিনক্ষণ
Image Credit source: Twitter

Follow Us

দুবাই: ভারতে দশ দেশের কাপযুদ্ধ চলছে। জমে উঠেছে সেমিফাইনালের দৌড়ে জায়গা করে নেওয়ার লড়াই। এরই মাঝে পাওয়া গেল আগামী আইপিএলের নিলাম (IPL 2024 Auction) নিয়ে বড় আপডেট। এই প্রথম বার বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএলের নিলাম। অক্টোবরেই জানা গিয়েছিল, মরুশহরে হতে চলেছে চব্বিশের আইপিএল নিলাম। এ বার আইপিএলের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালের আইপিএলের (IPL 2024) নিলাম। দিনক্ষণও জানিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের রিলিজ করা ও রিটেইন করার কাজ সেরে ফেলতে হবে। এর আগে শোনা গিয়েছিল ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের ১০ দলকে ক্রিকেটার ছেড়ে দেওয়া ধরে রাখার কাজ সম্পূর্ণ করতে হবে। কিন্তু ওডিআই বিশ্বকাপের মাঝপথে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য এই সময়সীমা আপাতত বাড়ানো হল।

বিসিসিআই সূত্রের খবর, দুবাইতে আগামী ১৯ ডিসেম্বর কোকা-কোলা এরিনায় আইপিএল ২০২৪ এর মিনি নিলামের আসর বসবে। আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ভারতে ওই সময় বিয়ের মরসুম। তাই হোটেল পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বোর্ডকে। যে কারণে দুবাইকে চব্বিশের আইপিএলের মিনি নিলামের ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের আইপিএলের নিলামের ভেনু হিসেবে বিসিসিআই ইস্তানবুলের কথা ভেবেছিল। কিন্তু শেষ অবধি ভারতেই অনুষ্ঠিত হয়েছিল তেইশের আইপিএলের নিলাম। ২০২৪ মরসুমের দলগঠনের জন্য এ বার আইপিএলের ১০ দলের কাছে ১০০ কোটি টাকার বাজেট থাকবে। গত বছর এই বাজেট ছিল ৯৫ কোটি।

প্রসঙ্গত, আইপিএলের ট্রেডিং উইন্ডো চলাকালীন লখনউ সুপার জায়ান্টস থেকে রোমারিও শেফার্ডকে মুম্বই ইন্ডিয়ান্সে পাঠানো হয়েছে। শেফার্ড এর আগে লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের ৪টি ম্যাচে খেলেছেন। ৫০ লক্ষ টাকাতে শেফার্ড যোগ দিয়েছেন ৫ বারের আইপিএলর চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স টিমে।

Next Article