নয়াদিল্লি: আইপিএলে (IPL) তিনি একমাত্র প্লেয়ার, যিনি কখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সি ছাড়া খেলেননি। আরসিবিতে বিরাট কোহলি (Virat Kohli) তাই ‘ঘরের ছেলে’। আইপিএল-১৫তেও তাঁকে দেখা যাবে ওই টিমেই। ১৪ বছর টানা একই টিমে খেলার অভিজ্ঞতা কেমন? কী ভাবে আরসিবি নিয়েছিল তাঁকে? সেই সব গল্প তিনি নিজেই জানিয়েছেন আইপিএল নিলামের প্লেয়ারদের তালিকা ঘোষণা হওয়ার দিনই।
২০০৮ সালে প্রথম আইপিএলে দিল্লির হয়ে খেলার কথা বিরাটের। কিন্তু দিল্লি হঠাত্ই পরিকল্পনা বদল করে পেস বোলার প্রদীপ সাংওয়ানকে নেয়। ৩০ হাজার ডলার দিয়ে তাঁকে নেয় আরসিবি। সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে। কী ঘটেছিল আসলে? বিরাটের কথায়, ‘তখন আমি মালয়েশিয়ায়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছি। নিলামের দিনটা এখনও মনে আছে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে ওটা একটা বিরাট ঘটনা ছিল। যখন কোনও টিম আমাদের কাউকে নিয়ে আর সেটা ঘোষণা করছিল, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছিলাম।’
The RCB Podcast powered by Kotak Mahindra Bank: Trailer
10 episodes, plenty of interesting and never heard before stories about the tournament that made them the superstars they are!
(1/n)#PlayBold #WeAreChallengers #TheRCBPodcast pic.twitter.com/MWPQG3IEwH— Royal Challengers Bangalore (@RCBTweets) February 1, 2022
আরসিবিতে পা দেওয়া নিয়ে বিরাট বলছেন, ‘আমি শুনেছিলাম, দিল্লি নাকি আমাকে নিতে আগ্রহী। কিন্তু ওরা শেষ পর্যন্ত প্রদীপ সাংওয়ানকে নেয়। ও বাঁ হাতি পেসার ছিল। অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমের সেরা বোলার ছিল। বোলিং শক্তি বাড়ানোর জন্যই দিল্লি প্রদীপকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে শেষ পর্যন্ত নেয় আরসিবি। ওটা যে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হতে চলেছে, তখন বুঝতে পারিনি। এখন যখন ফিরে তাকাই, তখন দেখতে পাই কত কী বদলে গিয়েছে। কিন্তু আরসিবিতে যে ভাবে পা দিয়েছিলাম, তার থেকে ভালো আর কিছু হতে পারে না।’
আরও পড়ুন: Indian Cricket: ভেঙ্কটেশদের পাশে থাকার আর্জি গম্ভীরের