KKR vs RR IPL Match Result : প্লে-অফের দৌড়ে কেকেআরের হাতে রইল ক্যালকুলেটর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 11, 2023 | 10:54 PM

Kolkata Knight Riders vs Rajasthan Royals Report : ক্রমশ কেকেআরের হাত থেকে ম্যাচ বেরোতে থাকে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ ছিল। কেকেআরের ব্যাটিং দেখে তা মনে হয়নি। তেমনই ১৪৯ রান ডিফেন্ড করতে নেমে অধিনায়ক নীতীশ রানার সিদ্ধান্তই বুঝিয়ে দিল, এই ম্যাচে জেতার আশা না করাই শ্রেয়।

KKR vs RR IPL Match Result : প্লে-অফের দৌড়ে কেকেআরের হাতে রইল ক্যালকুলেটর
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : বোর্ডে মাত্র ১৪৯ রান। যদি স্পিন দিয়েই বোলিং ওপেন করাতে হয়, তাহলে সুনীল নারিন কিংবা বরুণ চক্রবর্তী কেন নয়! কেকেআর অধিনায়ক নীতীশ রানার সিদ্ধান্ত অবাক করার মতোই। দেখে মনে হয়েছিল, পেসার হর্ষিত রানাকে দিয়ে বোলিং ওপেন করাবেন। হঠাৎ সিদ্ধান্ত বদলে নিজেই বোলিং ওপেন করেন। প্রথম ওভারেই কেকেআরে আত্মবিশ্বাস নাড়িয়ে দিলেন জয়সোয়াল। নীতীশ রানার ওভারে তুললেন ২৬ রান! এই পিচে স্পিনাররা সাহায্য পাবেন নিশ্চিত। কিন্তু কেকেআরের ঝুলিতে যা রান ছিল, তাতে পাওয়ার প্লে-তে ভালো কিছুর প্রয়োজন ছিল। প্রথম ওভারে ২৬ রান আসায় অনেকটাই এগিয়ে যায় রাজস্থান। দ্বিতীয় ওভারে হর্ষিত রানা। এই ওভারে এল ১৩ রান। এর মধ্যে ওভার থ্রো-তে বাউন্ডারি। রাজস্থানের দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে বড্ড ফিকে কেকেআরের ফিল্ডিং। প্রথম ২ ওভারেই বোর্ডে ৪০ রান। দ্বিতীয় ওভারে রাসেলের ডিরেক্ট থ্রো-তে জস বাটলার রান আউট হলেও অ্যাডভান্টেজ ছিল রাজস্থায় রয়্যালসই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁদের ফিল্ডিং। হেটমায়ার যেমন বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো একটা ক্যাচ নিলেন, তেমনই গ্রাউন্ড ফিল্ডিংয়েও দুর্দান্ত। কেকেআরের অন্তত ১৫-২০ রান কম হওয়ার অন্যতম কারণ রাজস্থানের অনবদ্য ফিল্ডিং। কলকাতার ফিল্ডিং হল তার ঠিক উল্টো। এর মধ্যে ওভার থ্রো-তে বাউন্ডারি দেওয়া এবং সহজ ক্যাচ মিসও রয়েছে। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল রেকর্ড করলেন। ব্যাটিংয়ে রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছান এই ওপেনার। ক্রমশ কেকেআরের হাত থেকে ম্যাচ বেরোতে থাকে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ ছিল। কেকেআরের ব্যাটিং দেখে তা মনে হয়নি। তেমনই ১৪৯ রান ডিফেন্ড করতে নেমে অধিনায়ক নীতীশ রানার সিদ্ধান্তই বুঝিয়ে দিল, এই ম্যাচে জেতার আশা না করাই শ্রেয়।

রান তাড়ায় প্রথম ওভারেই ২৬ রান। দ্বিতীয় ওভারে বাটলারের উইকেট হারালেও আগ্রাসী ব্যাটিং ছাড়েননি যশস্বী। ক্রিজে যোগ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থানের বাঁ হাতি ওপেনার যশস্বীর ব্যাটিং তাণ্ডবে মনে হয়েছিল, ১০ ওভারেই হয়তো লক্ষ্যে পৌঁছে যাবে রাজস্থান রয়্যালস। শেষ দিকে মাত্র ৩ রান বাকি। ওভার বাউন্ডারি মারতে মারলে সেঞ্চুরি পূর্ণ হত যশস্বীর। অল্পের জন্য আইপিএল কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি এল না যশস্বীর। বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করলেন। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত যশস্বী। ৪১ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় রাজস্থান রয়্যালসের।

Next Article