দীপঙ্কর ঘোষাল : বেশ কয়েক দিন পর আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হল ফলের জন্য। কোনও সময় মনে হয়েছে ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের দখলে, আবার কখনও লখনউ সুপার জায়ান্টসের। লখনউয়ের মন্থর পিচে লো-স্কোরিং ম্যাচের প্রত্যাশা ছিল। যদিও হল ঠিক উল্টো। মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বইকে বড় রানের লক্ষ্য দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কার্যত তাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছিলেন টিম ডেভিড। শেষ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিল ১১ রান। বোলিংয়ে তরুণ বাঁ হাতি পেসার মহসিন খান। স্নায়ুর চাপ সামলে অনবদ্য বোলিং। শেষ অবধি লখনউ সুপার জায়ান্টস জিতল মাত্র ৫ রানে। টিম ডেভিডকে ছাপিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন মহসিন খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
আইপিএলের লিগ পর্বের শেষ দিকে সব ম্যাচই নকআউট। হারলেই রাস্তা কঠিন। যেমনটা মুম্বইয়ের হল। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউয়ের হয়ে ইনিংস ওপেন করেন দীপক হুডা। লখনউয়ের টপ থ্রি-কে অল্প রানে ফিরিয়ে ম্যাচের রাশ নেয় মুম্বই। কিন্তু এরপরই মার্কাস স্টইনিসের আরও একটা বিধ্বংসী পারফরম্যান্স। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ৫৯ বলে ৮২ রান যোগ করেন। এরপর নিকোলাস পুরানের সঙ্গে ২৪ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৪২ বলে ৪৯ রানের ইনিংস খেলে চোটে মাঠ ছাড়েন ক্রুনাল। মার্কাস স্টইনিস ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। শেষ তিন ওভারে ৫৪ রান তোলে লখনউ। সেটাই বড় পার্থক্য হয়ে দাঁড়ায়।
রান তাড়ায় অনবদ্য শুরু করে মুম্বই। ঈশান কিষাণের অর্ধশতরান। ঈশান ফিরতেই মুম্বইকে বড় পার্টনারশিপ গড়ে দেয়নি লখনউ। তার মধ্যে দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবের উইকেটই যেন টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শেষ দিকে মুম্বইকে ম্যাচে ফেরান টিম ডেভিড। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১১ রান। একদিকে টিম ডেভিড, অন্য দিকে ক্যামেরন গ্রিন। মুম্বইয়ের জেতার সম্ভাবনা প্রবল। ডেভিড ১৯ বলে ৩২ রান করলেও শেষ ওভারে বাজিমাত মহসিন খানের। মাত্র ৫ রান দেন। সব মিলিয়ে ৪ ওভারে ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট।