PBKS vs DC, IPL Match Result: কাজে এল না লিভিংস্টোনের লড়াই, পঞ্জাবের প্লে অফের রাস্তা খুবই কঠিন করল দিল্লি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 18, 2023 | 12:15 AM

IPL 2023 : ধর্মশালায় দিল্লিকে হারাতে পারলে পঞ্জাবের প্লে অফের আশা থাকত। জয়ের বদলে ১৫ রানে দিল্লির কাছে হেরে যাওয়ায় পঞ্জাবের প্লে অফে ওঠা খুবই কঠিন হয়ে গেল।

PBKS vs DC, IPL Match Result: কাজে এল না লিভিংস্টোনের লড়াই, পঞ্জাবের প্লে অফের রাস্তা খুবই কঠিন করল দিল্লি
কাজে এল না লিভিংস্টোনের লড়াই, পঞ্জাবের প্লে অফের রাস্তা খুবই কঠিন করল দিল্লি

Follow Us

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী : ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের (DC) হারানোর কিছু নেই। এ বারের আইপিএলের (IPL 2023) প্লে অফ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দীর্ঘ ১০ বছর পর ধর্মশালায় ম্যাচ হল। আর এই ম্যাচের দিকে অনেকগুলো দল তাকিয়েছিল। শেষবেলায় এসে ছন্দ ফিরে পেল দিল্লি। পঞ্জাব কিংসকে (PBKS) তাদের ঘরের মাঠে হারিয়ে ধাওয়ানদের প্লে অফের রাস্তা কঠিন করল দিল্লি। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে দিল্লি। পাহাড়প্রমাণ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব। শেষ অবধি যদিও লিয়াম লিভিংস্টোন দুরন্ত লড়াই করেন। তা সত্ত্বেও সেই লড়াই ব্যর্থ করে ১৫ রানে ম্যাচ জিতে নিল দাদার দিল্লি। বিস্তারিত ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports এ।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এই সিদ্ধান্ত আজ কাজে এল না। প্রথমে ব্যাটিং করে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস যে দু’শোর বেশি টার্গেট দেবে তা হয়তো ভাবেনি পঞ্জাব শিবির। আজ খোঁচা খাওয়া বাঘের মতো হুংকার করল দিল্লি শিবিরের ব্যাটাররা। দীর্ঘদিন পর দিল্লির একাদশে কামব্যাক হয়েছিল দলের তরুণ ওপেনার পৃথ্বী শ-র। আজ স্যাম কারানদের বিরুদ্ধে শুরু থেকেই পৃথ্বীর ব্যাট কথা বলছিল। বেশ কয়েকটা ম্য়াচ বেঞ্চে কাটানোর পর দারুণ কামব্যাক করলেন পৃথ্বী। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং জুটিতে পৃথ্বী তোলেন ৯৪ রান। এই ওপেনিং জুটিটাই দলের জয়ের ভিত গড়ে দেয়। দিল্লির টপ অর্ডারের প্রত্যেকেই আজ রান পেয়েছেন।

পঞ্জাব যে ২টি উইকেট হারায়, সেগুলি নেন স্যাম কারান। দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩১ বলে ৪৬ রান করেন। ১০.২ ওভারে ওয়ার্নারের উইকেট তুলে নেন স্যাম। দারুণ ক্যাচ নেন শিখর। এরপর ১৫তম ওভারে স্যাম তুলে নেন পৃথ্বীর উইকেট। ৫৪ রান করেন তিনি। তিন নম্বরে নামা রাইলি রোসো আজ ছিলেন শেষ বল অবধি। ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান রোসো। এটি রোসোর প্রথম হাফসেঞ্চুরি। এই চোখধাঁধানো ইনিংসের পথে রাইলির ব্যাটে এসেছে ৬টি চার ও ৬টি ছয়। শেষ অবধি তৃতীয় উইকেটে রোসোর সঙ্গে ৬৫ রানের জুটি বাঁধেন ফিল সল্ট। তিনি অপরাজিত থাকেন ২৬ রানে।

২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই শিখর ধাওয়ানের উইকেট হারায় পঞ্জাব। দ্বিতীয় উইকেটে অথর্ব তাইডে ও প্রভসিমরন সিং তোলেন ৫০ রান। এরপর পঞ্জাবের হয়ে লড়াইটা করেন লিয়াম লিভিংস্টোন। অথর্ব একটা সময় ধীরে খেলা শুরু করেন। এরপর ৫৫ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন অথর্ব। শিখর ছাড়া শূন্যে ফেরেন জীতেশ শর্মা। রান পাননি শাহরুখ খান (৬)। একা কুম্ভ হয়ে রক্ষা করতে পারেননি লিভিংস্টোন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। প্রথমে ডট বল দেন ইশান্ত শর্মা। এরপরের ২টো বলে ছয় ও চার মারেন লিভিংস্টোন। চতুর্থ বলে ছয়ের পাশাপাশি নো পান লিভিংস্টোন। এই সিদ্ধান্ত পছন্দ হয়নি দিল্লি শিবিরের। চতুর্থ বলটাও ডট দেন ইশান্ত। পঞ্চম বলেও রান নিতে পারেননি লিভিংস্টোন। ২০তম ওভারের শেষ বলে উইকেট দিয়ে বসেন লিভিংস্টোন। শেষ অবধি ৪৮ বলে ৯৪ রান করেন তিনি।

Next Article