দীপঙ্কর ঘোষাল : রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কায় ম্যাচ জেতানোর পর এখন আর কোনও লক্ষ্যই সুরক্ষিত নয়! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচও রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শেষ হল। এক সময় মনে হয়েছে অ্যাডভান্টেজ আরসিবি। আবার মুহূর্তেই বদলে গিয়েছে পরিস্থিতি। অনবদ্য় একটা ম্যাচ। টাইটান্স বনাম গুজরাটের মতো না হলেও রোমাঞ্চ তৈরি হল অনেকটাই। ব্য়াকফুটে থেকেও অনবদ্য জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। সামনে ২১৩ রানের বিশাল লক্ষ্য। পাওয়ার প্লে-তে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারানো। সেখান থেকে ম্যাচ কার্যত আরসিবির নিয়ন্ত্রণেই মনে হয়েছিল। মার্কাস স্টইনিস ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলে লখনউয়ের সম্ভাবনা বাড়ান। স্টইনিস, রাহুল ফিরতেই ফের চাপে লখনউ। কিন্তু নিকোলাস পুরানের ইনিংস ম্যাচে ফেরায় লখনউকে। মাত্র ১৯ বলে ৬২ রানে ফেরেন পুরান। তিনি আউট হলেও আয়ুষ বাদোনি-উনাদকাট দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। তবে হতাশাজনক আউট আয়ুষের। ছয় মারতে গিয়ে হিট উইকেট। বল বাউন্ডারির বাইরে, হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল আয়ুষকে। এ বার ঘরের মাঠেও হার আরসিবির। শেষ বলে মাত্র ১ উইকেটে জয় সুপার জায়ান্টসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
ম্যাচটা হতে পারত ওয়েন পার্নেলের। আরসিবি-তে রিস টপলির পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন। প্রথম ম্যাচেই নজর কাড়লেন। প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন পার্নেল। এক ওভারেই এসেছে জোড়া উইকেট। শুরুতেই পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল লখনউ। মার্কাস স্টইনিস এবং লোকেশ রাহুল চতুর্থ উইকেটে ৪০ বলে ৭৬ রান যোগ করে। স্টইনিস এবং রাহুল পরপর ফিরতেই ফের চাপে লখনউ। এর পর পুরান শো।
একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। মাত্র ১৫ বলে অর্ধশতরান পুরানের। আইপিএলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের তালিকায় পুরান। যদিও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া হল না। মহম্মদ সিরাজের ফুলটস ডেলিভারিতে বাউন্ডারি লাইনে ক্যাচ নেন শাহবাজ আহমেদ। পুরান ১৯ বলে ৬২ রানে ফেরেন। জয় সহজ মনে হচ্ছিল লখনউয়ের জন্য। আয়ুষ বাদোনি হিট উইকেট হয়ে ফিরতেই সাময়িক চাপে। শেষ বলে নন স্ট্রাইকার প্রান্তে রান আউটের চেষ্টা করেন হর্ষল প্যাটেল। বল উইকেটে লাগাতে পারেননি, বোলিং অ্যাকশন কমপ্লিট না করেই আউটের চেষ্টা করেন। আম্পায়ার ডেড বল দেন। শেষ বলে ১ রান প্রয়োজন ছিল লখনউয়ের। বাকি ১ রান। দীনেশ কার্তিক ধোনি হয়ে উঠতে পারলেন না। বাই রান নিয়ে ১ উইকেটে জয় লখনউয়ের।