RR vs GT IPL Match Result : রয়্যালসের লজ্জার পরা’জয়’পুর, মরসুমের সবচেয়ে বড় জয় টাইটান্সের

Rajasthan Royals vs Gujarat Titans Report : গত বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সঞ্জুদের। এ বারও দুর্দান্ত ছন্দে দু-দল। ঘরের মাঠে দুর্দান্ত পরিস্থিতিতে ছিল টাইটান্স। সেখান থেকে অভাবনীয় জয়। অ্যাওয়ে ম্য়াচে বদলার পাশাপাশি রাজস্থানকে লজ্জার হার উপহার দিলেন হার্দিকরা।

RR vs GT IPL Match Result : রয়্যালসের লজ্জার পরাজয়পুর, মরসুমের সবচেয়ে বড় জয় টাইটান্সের
Image Credit source: IPL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 05, 2023 | 11:13 PM

দীপঙ্কর ঘোষাল : এ ভাবে বদলা! ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল গুজরাট টাইটান্স। এই দু-দলের ম্যাচ মিনি ক্লাসিকো বলা যেতে পারে। তাঁর নানা কারণ রয়েছে। গত মরসুমে আইপিএল অভিষেক হয় গুজরাট টাইটান্সের। রাজস্থান রয়্যালস উদ্বোধনী আইপিএল অর্থাৎ ২০০৮ সালের চ্যাম্পিয়ন। তেমনই অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। গত মরসুমে ফাইনাল মিলিয়ে তিন বার মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। তিন বারই জিতেছিলেন হার্দিকরা। গত বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সঞ্জুদের। এ বারও দুর্দান্ত ছন্দে দু-দল। ঘরের মাঠে দুর্দান্ত পরিস্থিতিতে ছিল টাইটান্স। সেখান থেকে অভাবনীয় জয়। অ্যাওয়ে ম্যাচে বদলার পাশাপাশি রাজস্থানকে লজ্জার হার উপহার দিলেন হার্দিকরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

গুজরাট চাইটান্স সম্পর্কে বলা হয়, বোলিং শক্তিশালী দল। গত বারের চ্যাম্পিয়নরা এর আগের ম্যাচে দিল্লির কাছে হেরেছিল। বোলাররা দায়িত্ব পালন করলেও রান তাড়ায় অল্পের জন্য হার। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখে হতাশা ঝড়ে পড়েছিল। সেই হতাশা কাটিয়ে দিলেন হার্দিক। ৯ উইকেটের বিশাল ব্য়বধানে জিতল গুজরাট টাইটান্স। তাও আবার ৩৭ বল বাকি থাকতেই। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন হার্দিক নিজেও। উইকেট নিলেন, দুর্দান্ত একটা ক্যাচ এবং অবশ্যই ব্য়াট হাতে ১৫ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। শুরুর ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। জস বাটলারকে ফেরান তিনি। জশ লিটলের বোলিংয়ে হার্দিকের দুর্দান্ত ক্যাচে ফেরেন প্রতিপক্ষ অধিনায়ক সঞ্জু স্যামসন। সবচেয়ে হতাশার আউট যশস্বীর। গত ম্য়াচে শতরান করেছিলেন। এই ম্যাচে অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ফেরেন যশস্বী। মাঝের ওভারে রশিদ খান এবং নুর আহমেদের আফগান স্পিন জুটির দাপট। রশিদ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। নুর আহমেদ নিয়েছেন ২ উইকেট। ২০ ওভারও ব্য়াট করতে পারেনি রাজস্থান। ১১৮ রানেই অলআউট। যা ৩৭ বল বাকি থাকতেই তুলে নিল টাইটান্স। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামা শুভমন গিল ৩৫ বলে ৩৬ রানে ফেরেন। ঋদ্ধিমান সাহা ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। হার্দিক অপরাজিত ১৫ বলে ৩৯ রানে।