জয়পুর : রবিবাসরীয় আইপিএলে (IPL) বিকেলের ম্যাচে জয়পুরে মুখোমুখি হয়েছিল ২ রয়্যাল। সঞ্জু স্যামসনের পিঙ্ক আর্মির ডেরায় কার্যত দাদাগিরি দেখাল বিরাটের আরসিবি। প্লে অফের যে অঙ্ক কষাকষি চলছে, তার জন্য ২ দলের কাছেই আজকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। রাজস্থানের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। শুরুটা ভালো করলেও বিরাটের ব্যাটে বড় রান আসেননি। অধিনায়ক ফাফ ডু’প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে এসেছে জোড়া হাফসেঞ্চুরি। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে আরসিবি। ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৯-এ গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আরসিবির বোলাররা কার্যত দাঁড়াতেই দেননি গোলাপি শহরের দলের ক্রিকেটারদের। যার ফলে ১১২ রানের বিরাট ব্যবধানে সঞ্জু স্যামসনের দলকে হারিয়ে নেট রানরেটে উন্নতি করল আরসিবি (Royal Challengers Bangalore)। রাজস্থানের এই হার আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন ইনিংস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আরসিবির ইনিংসের শুরু থেকে পাওয়ার প্লে অবধি ওপেনিং জুটি ভালো ছন্দেই ছিল। সপ্তম ওভারে কোহলির (১৮) উইকেট তুলে নেন আসিফ। এরপর দ্বিতীয় উইকেটে ক্যাপ্টেন ডু’প্লেসির সঙ্গে জুটি বাঁধেন গ্লেন ম্যাক্সওয়েল। এই দু’জন করেন যথাক্রমে ৫৫ ও ৫৪। তবে ২জনই হাফসেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ডু’প্লেসিকে ফেরান আসিফ। ম্যাক্সির স্টাম্প ছিটকে দেন সন্দীপ শর্মা। ১৫তম ওভারে ডু’প্লেসির উইকেট হারায় আরসিবি। এরপর ১৬তম ওভারে জোড়া ধাক্কা খায় ব্যাঙ্গালোর। ১ রানে ফেরেন মহিপাল লোমরোর। শূন্যে ফেরেন দীনেশ কার্তিক। ২টি উইকেটই নেন অ্যাডাম জাম্পা। ১৮তম ওভারে ম্যাক্সি আউট হন। শেষ বেলায় অনুজ রাওয়াত ও মাইকেল ব্রেসওয়েল জুটিতে তোলেন ৩৪ রান। ১১ বলে অনুজের ২৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংসও কাজে দিয়েছে আরসিবির।
১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান প্রথম ওভারেই ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। এরপর দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারিয়ে ফেলে পিঙ্ক আর্মি। স্কোরবোর্ড একটা সময় ১-১ থেকে ইনিংসের মাঝপথে গিয়ে দাঁড়ায় ৫৯-৯। শুরুর ধাক্কা সামলাতে পারেনি রাজস্থান। তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং বিভাগ। মাত্র ২ ক্রিকেটার ২ অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন [জো রুট (১০) ও শিমরন হেটমায়ার (৩৫)] । যশস্বী, অশ্বিন-সহ রাজস্থানের ৪ ক্রিকেটার শূন্যে আউট হয়। বাটলার (০), সঞ্জু (৪) এবং রুটের উইকেট তুলে নেন ওয়েন পার্নেল। আরসিবির হয়ে আজ ৫ জন বল করেছেন। ৫ জনই উইকেট পেয়েছেন। পার্নেলের ৩টি ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও করণ শর্মা। ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির বোলারদের দাপটে ১০.৩ ওভারে ৫৯ রান তুলে গুটিয়ে যায় রাজস্থান। চলতি আইপিএলে ২ বারের সাক্ষাতে রাজস্থানকে হারাল আরসিবি। এই হার আইপিএলের ইতিহাসে রাজস্থানের সবচেয়ে বড় ব্যবধানে হারও। এই ম্যাচের শেষে লিগ টেবলের ৫ নম্বরে পৌঁছে গেল আরসিবি। নেট রানরেটেও (+০.১৬৬) উন্নতি হল বিরাটদের।