SRH vs KKR IPL Match Result : কেকেআরের পাতে ‘বিরিয়ানি’, লাস্ট ওভারে অভাবনীয় জয়

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Report : রান তাড়ায় শেষ ২ ওভারে জমে ওঠে ম্যাচ। বৈভব অরোরার বোলিংয়ে কট বিহাইন্ড মার্কো জানসেন। ক্রিজে নেমেই বাউন্ডারি ভুবনেশ্বর কুমারের। ক্রিজে সঙ্গী আব্দুল সামাদ। নো বল নাটক। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৯ রান। এমন পরিস্থিতিতে বোলিংয়ে বরুণ চক্রবর্তী।

SRH vs KKR IPL Match Result : কেকেআরের পাতে 'বিরিয়ানি', লাস্ট ওভারে অভাবনীয় জয়
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 11:37 PM

দীপঙ্কর ঘোষাল : বোর্ডে কতটা রান যথেষ্ঠ, এ বারের আইপিএলে তা বুঝে ওঠা সম্ভব হয়নি। অনেক ছোট রানের পুঁজি নিয়েও যেমন কোনও দল জিতেছে তেমনই ২০০ প্লাস রান তাড়া করেও সহজ জয় এসেছে। শেষ বল অবধি সিদ্ধান্তে আসা কঠিন হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটিও এমনই দাঁড়াল। বোর্ডে ১৭১ রান তোলে কেকেআর। সানরাইজার্সও পাওয়ার প্লে-তে তিন উইকেট হারায়। কেকেআর শিবিরে ক্ষীণ হলেও আশা ছিল। পাওয়ার প্লে শেষ হতেই হ্যারি ব্রুকের উইকেট। মনে হয়েছিল, ম্যাচে ফিরল কেকেআর। কিন্তু এইডেন মার্করাম-হেনরিখ ক্লাসেন জুটি ক্রিজে থাকাকালীন মনে হয়েছে, সানরাইজার্সের জয় সময়ের অপেক্ষা। পঞ্চম উইকেটে এই জুটিতে যোগ হয় ৪৭ বলে ৭০ রান। মার্করাম, ক্লাসেন দু-জনে ফিরতেই ফের চাপে পড়ে সানরাইজার্স। শেষ তিন ওভারে সানরাইজার্সের লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। শেষ ২ ওভারে ২০ রানের লক্ষ্য। বৈভব অরোরার বোলিংয়ে অনবদ্য ক্য়াচে মার্কো জানসেনকে ফেরান গুরবাজ। রুদ্ধশ্বাস পরিস্থিতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

জেতার মতো খেলেছে কলকাতা নাইট রাইডার্স! হয়তো নয়। ব্যাটিংয়ে টপ অর্ডার ব্য়র্থতা গত মরসুম থেকেই চলছে। এ বারও মাত্র এক ম্য়াচে ওপেনিং জুটি ৫০-এর ঘর পেরিয়েছে। প্রতি ম্য়াচেই কম্বিনেশন বদল হয়। টিমের বাঁধন নেই। ধারাবাহিকতাও দেখা যায় না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জেতেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে ফেরানো হয় জেসন রয়কে। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল ওপেনিং জুটিতে ধামাকার। জেসন রয় অনবদ্য ছন্দে ছিলেন। রহমানুল্লা গুরবাজ গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন। কিন্তু জুটিতে দায়িত্ব নিতে ব্য়র্থ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট গুরবাজ। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কেকেআর। অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং জুটি বড় রানের ভরসা দিয়েছিল কেকেআর শিবিরে। যদিও তা হল না। অন্তত সানরাইজার্সের ব্য়াটিং দেখে কেকেআরের স্কোর খুবই কম মনে হয়েছে।

চতুর্থ উইকেটে ৪০ বলে ৬১ রান যোগ করেন নীতীশ-রিঙ্কু। এই জুটি ভাঙতেই খেই হারায়। এইডেন মার্করাম নিজের বোলিংয়ে অনবদ্য ক্য়াচে ফেরান নীতীশ রানাকে। এ বারের মরসুমে বেশ কিছু ম্য়াচেই সানরাইজার্সের ক্যাচিং অভাবনীয় হয়েছে। মার্করামের ক্য়াচটিও তাই। পেছন দিকে প্রায় ২৫ মিটার মতো দৌড়ে ডাইভে ক্যাচ নেন মার্করাম। কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করে। রিঙ্কু সিং ৪৬ এবং নীতীশ রানা ৪২ রান করেন। রান তাড়ায় শেষ ২ ওভারে জমে ওঠে ম্য়াচ। বৈভব অরোরার বোলিংয়ে কট বিহাইন্ড মার্কো জানসেন। ক্রিজে নেমেই বাউন্ডারি ভুবনেশ্বর কুমারের। ক্রিজে সঙ্গী আব্দুল সামাদ। নো বল নাটক। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৯ রান। এমন পরিস্থিতিতে বোলিংয়ে বরুণ চক্রবর্তী। তৃতীয় বলে সামাদের উইকেট নেন বরুণ। শেষ তিন বলে ৭ রানের লক্ষ্য। ক্রিজে মায়াঙ্ক মার্কন্ডে। শেষ বলে দরকার ৬ রান। স্ট্রাইকে ভুবনেশ্বর কুমার। কিন্তু বরুণের ডট বলে ৫ রানের রুদ্ধশ্বাস জয় কেকেআরের।