IPL 2022 Points Table: আইপিএলের ৫০টি ম্যাচের পর জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 07, 2022 | 9:08 AM

আজ, শুক্রবার আইপিএল-১৫-তে রয়েছে গুজরাত বনাম মুম্বই ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৫০ টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: আইপিএলের ৫০টি ম্যাচের পর জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
IPL 2022 Points Table: আইপিএলের ৫০টি ম্যাচের পর জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আজ, শুক্রবার আইপিএল-১৫-তে (IPL 2022) রয়েছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। পয়েন্ট টেবলের ফাস্ট বয় ও লাস্ট বয়দের লড়াই আজ। বৃহস্পতিবার ব্র্যাবোর্নে মুখোমুখি হয়েছিল পন্থের দিল্লি ও উইলিয়ামসনের হায়দরাবাদ। ওই ম্যাচে অরেঞ্জ আর্মিকে ২১ রানে হারিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে ঋষভের দিল্লি ক্যাপিটালস। জমে উঠেছে লিগ টেবলের হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, শুক্রবার আইপিএল-১৫-তে রয়েছে গুজরাত বনাম মুম্বই ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৫০ টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এ বারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৫০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। আজ রয়েছে টাইটান্সদের ম্যাচ। এই মুহূর্তে গুজরাতের নেট রান রেট +০.৩৭৭। গুজরাত এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জয় ও ২টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।

২. পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৩৯৭। এখনও অবধি লখনউ ১০টি ম্যাচে খেলেছে। তাতে ৭টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ১৪ পয়েন্ট রয়েছে।

৩. লিগ টেবলের তিন নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৬টিতে জিতেছে, ৪টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩৪০। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১২।

৪. পয়েন্ট টেবলে চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৪৪৪। এখনও অবধি আইপিএলের ১১টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৬টি ম্যাচে জয় ও ৫টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১২।

৫. বৃহস্পতিবার অরেঞ্জ আর্মিকে হারিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৬৪১। দিল্লি এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে, তার ৫টিতে জিতেছে। এবং ৫ টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ১০।

৬. বৃহস্পতিবার দিল্লির কাছে হারার পর হারের হ্যাটট্রিক পূর্ণ হয়ে গিয়েছে উইলিয়ামসনের দলের। পয়েন্ট টেবলের ৬ নম্বরে নেমে গিয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তবে আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে অরেঞ্জ আর্মির। এখনও অবধি এ বারের আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। হায়দরাবাদের নেট রান রেট +০.৩২৫।

৭. লিগ টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ১০টি ম্যাচে খেলে ৫টিতে জিতেছেন ও ৫টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.২২৯। পঞ্জাবের পয়েন্ট ১০।

৮. পয়েন্ট টেবলের ৮ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১০টি ম্যাচের ৪টিতে জয় ও ৬টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৮ পয়েন্ট রয়েছে কিং খানের দলের। এবং কেকেআরের নেট রান রেট ০.০৬০।

৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৪৩১। এখনও অবধি ১০টি ম্যাচে খেলে মাত্র ৩টিতে জিতেছে সিএসকে। ও ৭টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৬।

১০. আজ গুজরাতের মুখে নামবে মুম্বই। চলতি আইপিএলে একটি মাত্র ম্যাচে জিতে লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৩৬। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৯টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার মধ্যে ৮টি ম্যাচে হেরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবং জয় মাত্র ১টিতে।

Next Article