কলকাতা: আজ, শনিবার আইপিএল-১৫-তে (IPL 2022) রয়েছে ডাবল ধামাকা। শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এর পর শনিরাতে এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ছিল গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। পয়েন্ট টেবলের ফাস্ট বয় ও লাস্ট বয়দের লড়াইয়ে রুদ্ধশ্বাস শেষ ওভারে ৫ রানে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল। একদিকে পরপর দুই ম্যাচে হারলেন হার্দিকরা। অন্যদিকে পরপর দুটো ম্যাচে জিতল রোহিতের মুম্বই। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
১. এ বারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৫১টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.১২০। গুজরাত এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জয় ও ৩টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
২. আজ রাতে নাইটদের বিরুদ্ধে নামবে সুপার জায়ান্টসরা। লিগ টেবলের দুই নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৩৯৭। এখনও অবধি লখনউ ১০টি ম্যাচে খেলেছে। তাতে ৭টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ১৪ পয়েন্ট রয়েছে।
৩. পঞ্জাবের বিরুদ্ধে আজ বিকেলের ম্যাচে নামবে পিঙ্ক আর্মি। পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৬টিতে জিতেছে, ৪টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩৪০। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১২।
৪. লিগ টেবলে চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৪৪৪। এখনও অবধি আইপিএলের ১১টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৬টি ম্যাচে জয় ও ৫টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১২।
৫. পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৬৪১। দিল্লি এখনও অবধি ১০টি ম্যাচে খেলেছে, তার ৫টিতে জিতেছে। এবং ৫ টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ১০।
৬. লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তবে আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে অরেঞ্জ আর্মির। এখনও অবধি এ বারের আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। হায়দরাবাদের নেট রান রেট +০.৩২৫।
৭. পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ১০টি ম্যাচে খেলে ৫টিতে জিতেছেন ও ৫টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.২২৯। পঞ্জাবের পয়েন্ট ১০।
৮. আজ লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১০টি ম্যাচের ৪টিতে জয় ও ৬টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৮ পয়েন্ট রয়েছে কিং খানের দলের। এবং কেকেআরের নেট রান রেট ০.০৬০।
৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৪৩১। এখনও অবধি ১০টি ম্যাচে খেলে মাত্র ৩টিতে জিতেছে সিএসকে। ও ৭টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৬।
১০. শুক্রবার গুজরাতকে ৫ রানে হারিয়েছে মুম্বই। চলতি আইপিএলে এই নিয়ে পরপর দুটি ম্যাচে জিতে লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৭২৫। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১০টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার মধ্যে ৮টি ম্যাচে হেরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবং জিতেছে ২টি ম্যাচে।