কলকাতা: আজ, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে মুখোমুখি হতে চলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শনিবার ছিল আইপিএলের ডাবল হেডার। বিকেলের ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিকের গুজরাত টাইটান্স ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে ৮ রানে জেতে গুজরাত। এবং ফের লিগ টেবলের মগডালে পৌঁছে যান হার্দিকরা। শনিরাতে ব্র্যাবোর্নে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির আরসিবি ও কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। চলতি আইপিএলে সব থেকে কম রান ওঠে এই ম্যাচে। মাত্র ৬৮ রানে আরসিবিকে আটকে দেন মার্কো জ্যানসেনরা। এবং ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। ফলে পয়েন্ট টেবলে বড়সড় লাফ দিয়ে দুই নম্বরে উঠে এল অরেঞ্জ আর্মি। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৩৬টি ম্যাচ হয়েছে। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে।
১. এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৩৬টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৩৯৬। গুজরাত এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে। তার ৬টিতে জয় ও ১টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১২ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
২. শনিরাতে আরসিবিকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে উঠে এসেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি ৭ ম্যাচে খেলে ৫টিতে জয় ও ২টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১০। হায়দরাবাদের নেট রান রেট +০.৬৯১।
৩. সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবলের তিন নম্বরে। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ৭টি ম্যাচে খেলে ৫টিতে জিতেছে, ২টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৪৩২। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১০।
৪. লিগ টেবলে চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৪৭২। এখনও অবধি আইপিএলের ৮টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৫টি ম্যাচে জয় ও ৩টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১০।
৫. আজ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউয়ের। আপাতত পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১২৪। এখনও অবধি লখনউ ৭টি ম্যাচে খেলেছে। তাতে ৪টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট রয়েছে।
৬. লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৭১৫। দিল্লিও এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে, তার ৩টিতে জিতেছে। এবং ৪ টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ৬।
৭. লিগ টেবলের সাত নম্বরে নেমে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৮টি ম্যাচের ৩টিতে জয় ও ৫টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে কিং খানের দলের। এবং কেকেআরের নেট রান রেট +০.০৮০।
৮. মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস পয়েন্ট টেবলের ৮ নম্বরে রয়েছে। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছেন ও ৪টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.৫৬২। পঞ্জাবের পয়েন্ট ৬।
৯. এই মুহূর্তে লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৫৩৪। এখনও অবধি ৭টি ম্যাচে খেলে মাত্র ২টিতে জিতেছে সিএসকে। ও ৫টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৪।
১০. মুম্বই আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউয়ের। এ বারের আইপিএলে ভীষণই খারাপ অবস্থা ৫ বারের চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৯২। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৭টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৭টিতেই হারতে হয়েছে রোহিতের দলকে।