IPL 2023 Points Table: ওলটপালট হল পয়েন্ট টেবল; উন্নতি মুম্বইয়ের, অবনতি রাজস্থানের
IPL 2023 : আজ সোমবার রয়েছে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (LSG vs RCB) ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৪২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...
কলকাতা : একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৪২টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৪২টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা হচ্ছে। রবিবার ছিল আইপিএলের ডাবল হেডার এবং একইসঙ্গে সানডে রাতে হয়েছে আইপিএলের ১০০০তম ম্যাচ। সেই মাইলস্টোন ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬ উকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের ৪ উইকেটে হারায় পঞ্জাব কিংস। আজ রয়েছে লখনউ-আরসিবি ম্যাচ। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৪২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. আপাতত পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৬টি জয়, ২টি হার রশিদ খানদের। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৬৩৮। ১২ পয়েন্ট রয়েছে গুজরাটের।
২. লিগ টেবলের ২ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৩টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৮৪১। পয়েন্ট ১০। আজ লখনউয়ের ম্যাচ রয়েছে।
৩. মুম্বইয়ের কাছে হেরে লিগ টেবলের ৩ নম্বরে নেমেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৮০০। রাজস্থানের পয়েন্ট ১০।
৪. পয়েন্ট টেবলে ৪ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ৯টি ম্যাচে খেলেছে। ৫টি জয় ও ৪টি হারের পর আপাতত সিএসকের পয়েন্ট ১০। নেট রান রেট +০.৩২৯।
৫. আইপিএলের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৯টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৪টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৪৭।
৬. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৬ নম্বর রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৪টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.১৩৯। বিরাটদের মোট পয়েন্ট ৮। আজ আরসিবির ম্যাচ রয়েছে।
৭. ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি করেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৪টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৫০২। পয়েন্ট ৮।
৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৯টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৬টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.১৪৭। পয়েন্ট ৬।
৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে নেমেছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৮টি ম্যাচে হায়দরাবাদের ৩টি জয় ও ৫টি হার। পয়েন্ট ৬। হায়দরাবাদের নেট রান রেট -০.৫৭৭।
১০. লিগ টেবলের সবচেয়ে নীচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৬তম আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল এখনও অবধি ৮ ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৬টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৮৯৮। পয়েন্ট ৪।