কলকাতা : একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে ১৬তম আইপিএলের ৩৮টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৩৮টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা ভালোই লেগে চলছে। শুক্রবার ছিল পঞ্জাব কিংসের ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ ছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে ৫৬ রানের ব্যবধানে জিতেছে সুপার জায়ান্টসরা। সেইসঙ্গে পয়েন্ট টেবলে উন্নতি করেছে লখনউ সুপার জায়ান্টসরা। আজ শনিবার রয়েছে ডাবল হেডার। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৩৮টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. পয়েন্ট টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৩টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৯৩৯। রাজস্থানের পয়েন্ট ১০।
২. পঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৩টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৮৪১। পয়েন্ট ১০।
৩. লিগ টেবলের ৩ নম্বরে নেমেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলে ৫টি জয়, ২টি হার রশিদ খানদের। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৫৮০। ১০ পয়েন্ট রয়েছে গুজরাটের। ইডেনে আজ হার্দিকদের ম্যাচ রয়েছে।
৪. পয়েন্ট টেবলে ৪ নম্বরে নেমেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ৮টি ম্যাচে খেলেছে। ৫টি জয় ও ৩টি হারের পর আপাতত সিএসকের পয়েন্ট ১০। নেট রান রেট +০.৩৭৬।
৫. আইপিএলের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৪টি জয় ও ৪টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.১৩৯। বিরাটদের মোট পয়েন্ট ৮।
৬. লখনউয়ের কাছে ঘরের মাঠে হেরেও চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৬ নম্বর স্থান দরে রেখেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৮টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জয় ও ৪টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ৮। নেট রান রেট -০.৫১০।
৭. আজ ইডেনে ম্যাচ আছে নাইটদের। লিগ টেবলের সাত নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৫টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.০২৭। পয়েন্ট ৬।
৮. পয়েন্ট টেবলের ৮ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৪টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৬২০। পয়েন্ট ৬।
৯. আজ হায়দরাবাদের ম্যাচ রয়েছে। আইপিএলের লিগ টেবলের ৯ নম্বরে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ৫টি হার। পয়েন্ট ৪। হায়দরাবাদের নেট রান রেট -০.৭২৫।
১০. আজ দিল্লির ম্যাচ রয়েছে। ১৬তম আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল এখনও অবধি ৭ ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৫টি হারের পর লিগ টেবলের সবচেয়ে নীচেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৯৬১। পয়েন্ট ৪।