IPL 2023 Points Table: হারলেই বিদায়ঘণ্টা! রবিবার অগ্নিপরীক্ষার মুখে আরসিবি ও কেকেআর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 14, 2023 | 1:46 AM

IPL 2023 :দেখে নিন এ বারের আইপিএলের ৫৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: হারলেই বিদায়ঘণ্টা! রবিবার অগ্নিপরীক্ষার মুখে আরসিবি ও কেকেআর
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে ১৬তম আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৫৬টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৫৯টি ম্যাচের পর পয়েন্ট টেবলের কী অবস্থা? কয়েকদিনের মধ্যেই চিত্রটা স্পষ্ট হয়ে যাবে। শনিবার ছিল আইপিএলের ডাবল হেডার। প্রথম ম্যাচে সানরাইরাজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে পঞ্জাব কিংস। পরাজিত দুটি দলেরই কাছে প্লে অফে যাওয়ার সম্ভাবনা শূন্য। জয়ী দুটি দলই নিজেদের প্লে অফের সম্ভাবনা বজায় রেখেছে। আজ রবিবার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের। হারলেই প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে দুটি দল।  TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৮টি জয়, ৪টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.৭৬১। পয়েন্ট ১৬।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১২টি ম্যাচে খেলেছে। ৭টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৫। নেট রান রেট +০.৪৯৩।

৩. লিগ টেবলের ৩ নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.১১৭। পয়েন্ট ১৪।

৪. সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৩০৯। পয়েন্ট ১৩।

৫. লখনউয়ের জয়ে ৫ নম্বরে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৬টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৬৩৩। রাজস্থানের পয়েন্ট ১২।

৬. শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস দিল্লিকে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৬টিতে জয় ও ৬টিতে হার। পয়েন্ট ১২। নেট রান রেট -০.২৬৮।

৭. আরসিবি এখনও অবধি এই আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.৩৪৫। বিরাটদের মোট পয়েন্ট ১০।

৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৭টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.৩৫৭। পয়েন্ট ১০।

৯. সানরাইজার্স হায়দরাবাদ এ বারের আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৭টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৪৭১।

১০. পয়েন্ট টেবলের শেষে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১২ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৮টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৬৮৬। পয়েন্ট ৮।

Next Article