IPL 2023 Orange Cap : অরেঞ্জ ক্যাপে ডু’প্লেসির রাজ, একটা হাফসেঞ্চুরি গিলের জায়গা বদল দিতে পারে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 21, 2023 | 8:45 AM

IPL 2023 : আইপিএলে আজ ডাবল হেডার। গ্রুপ পর্বের শেষ ২টি ম্যাচ হবে আজ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আরসিবি ও গুজরাট। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে এখনও অবধি হয়ে যাওয়া ৬৮টি ম্যাচের পর এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা।

IPL 2023 Orange Cap : অরেঞ্জ ক্যাপে ডুপ্লেসির রাজ, একটা হাফসেঞ্চুরি গিলের জায়গা বদল দিতে পারে
অরেঞ্জ ক্যাপে ডু'প্লেসির রাজ, একটা হাফসেঞ্চুরি গিলের জায়গা বদল দিতে পারে

Follow Us

কলকাতা : রোমাঞ্চে ভরপুর ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব আজ শেষ হবে। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ৬৮টি ম্যাচ হয়েছে।পয়েন্ট টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ৬৮টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। আজ ফের তাঁর সামনে সুযোগ রান বাড়িয়ে নেওয়ার। এ ছাড়া আর ৪৯ রান করলেই শুভমন গিল এই তালিকায় ২ নম্বরে উঠে আসবেন। আজ বিরাট কোহলির সামনেও সুযোগ রয়েছে এই তালিকায় উন্নতি করার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ৬৮টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ১৩টি ম্যাচে ৭০২ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪। আজ ফের রান বাড়ানোর সুযোগ রয়েছে আরসিবি অধিনায়কের কাছে।

২) কমলা টুপির দৌড়ে ২ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১৪ ম্যাচে খেলে ৬২৫ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।

৩) দিল্লিকে শনিবার হারানোর পর এই তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ১৪ ম্য়াচে খেলে তিনি করেছেন ৫৮৫ রান। সর্বাধিক ৯২*।

৪) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলে তিনি করেছেন ৫৭৬ রান। সর্বাধিক ১০১। আজ ৪৯ রান করলেই তিনি পৌঁছে যাবেন ২ নম্বরে।

৫) কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। ১৩ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৫৩৮ রান। সর্বাধিক ১০০। আজ কোহলির কাছেও সুযোগ রয়েছে এই তালিকায় উন্নতি করার।

৬) চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার লড়াকু ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে ছয় নম্বরে উঠে এসেছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৬।

৭) দিল্লির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে উঠে এসেছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৫০৪ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব। এখনও অবধি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৪৮৬ রান করেছেন স্কাই। সর্বাধিক ১০৩*। আজ স্কাইয়ের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

৯) কমলা টুপির দৌড়ে প্রথম ১০ এ ফের ঢুকে পড়েছেন কেকেআরের রিঙ্কু সিং। ১৪ ম্যাচে ৪৭৪ রান করে ৯ নম্বরে রয়েছেন রিঙ্কু। সর্বাধিক ৬৭*।

১০) কমলা টুপির তালিকায় ১০ নম্বরে রয়েছেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ১১টি ম্যাচে খেলে তিনি করেছেন ৪৩০ রান। সর্বাধিক ১০৪।

Next Article