IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে ওয়ার্নারের কাছে সুযোগ বিরাটকে টপকে যাওয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 29, 2023 | 9:15 AM

IPL 2023: শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স (KKR vs GT)। দ্বিতীয় ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের (DC vs SRH)। চলতি আইপিএলে এখনও অবধি ৩৮টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে ওয়ার্নারের কাছে সুযোগ বিরাটকে টপকে যাওয়ার
অরেঞ্জ ক্যাপের দৌড়ে ওয়ার্নারের কাছে সুযোগ বিরাটকে টপকে যাওয়ার
Image Credit source: DC Twitter

Follow Us

কলকাতা : হইহই করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ৩৮টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ৩৮টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। শুক্রবার পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ শনিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। প্রথম ম্যাচ হবে কলকাতা বনাম গুজরাট। দ্বিতীয় ম্যাচ হবে দিল্লি বনাম হায়দরাবাদ। দিল্লির নেতা ডেভিড ওয়ার্নারের কাছে আজ সুযোগ রয়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আজ আরসিবির বিরাট কোহলিকে টেক্কা দেওয়ার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ৩৮টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ৮ ম্যাচে ৪২২ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪।

২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। ৮ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৩৩৩ রান। সর্বাধিক ৮২*।

৩) কমলা টুপি দখলের লড়াইয়ে তিনে সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ৭ ম্য়াচে খেলে তিনি করেছেন ৩২২ রান। সর্বাধিক ৮৩। রাজস্থানের বিরুদ্ধে বড় রান পাননি তিনি।

৪) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চারে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ৮ ম্যাচে খেলে ৩১৭ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজ তাঁর সামনে সুযোগ রয়েছে এই তালিতায় উন্নতি করার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৭টি ম্যাচে খেলে ৩০৬ রান করেছেন। সর্বাধিক ৬৫।

৬) কমলা টুপির দৌড়ে ছয় নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল। চলতি আইপিএলে ৮ ম্যাচে খেলে ৩০৪ রান করেছেন যশস্বী। সর্বাধিক ৭৭।

৭) পঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারিয়ে এই তালিকায় ৭ নম্বরে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মায়ার্স। এখনও অবধি ৮ ম্যাচে খেলে তিনি করেছেন ২৯৭ রান। সর্বাধিক ৭৩।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। তাঁর সামনে আজ সুযোগ রয়েছে এই তালিকায় উন্নতি করার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৮টি ম্যাচে খেলে তিনি করেছেন ২৮৫ রান। সর্বাধিক ১০৪।

৯) কমলা টুপির দৌড়ে নয়ে রয়েছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। তাঁর সামনে আজ সুযোগ রয়েছে এই তালিকায় উন্নতি করার। ৭ ম্যাচে খেলে তিনি করেছেন ২৮৪ রান। সর্বাধিক ৬৭।

১০) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ২৭৪ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৪।