কলকাতা: আইপিএল (IPL) চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি ক্রিকেট ভক্তদের চোখ থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াইয়েও। ইন্ডিয়ান প্রিমিয়ার এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ হয়েছে। এই ৮টি ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বর স্থান দখলে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আজ ইডেনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (KKR vs RCB) লড়াই। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে…
১) ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯২ রান করেছিলেন তিনি। যা আপাতত তাঁর এই মরসুমের সর্বাধিক রান। চলতি আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৪৯ রান।
২) লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ২ নম্বরে রয়েছেন। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান। এরপর দ্বিতীয় ম্যাচে তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন ৫৩ রান। মোট ১২৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন তিনি।
৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০ এ ঢুকে পড়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি আইপিএল-১৬-র দু’টি ম্যাচে খেলে শিখর করেছেন ১২৬ রান। যার মধ্যে রয়েছে বুধরাতে রাজস্থানের বিরুদ্ধে করা ৮৬ রানের অপরাজিত ইনিংসও।
৪) রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন রয়েছেন কমলা টুপির দৌড়ে ৪ নম্বরে। পঞ্জাবের বিরুদ্ধে বুধরাতে ২৫ বলে ৪২ রান করেন সঞ্জু। তার আগে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৫ রান করেছিলেন তিনি। ২ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন সঞ্জু।
৫) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্য়াপের লড়াইয়ের প্রথম ১০ এ রয়েছেন। ৫ নম্বর স্থানটি আপাতত তাঁর। তিনি এখনও অবধি আইপিএলের ২টি ম্যাচে খেলে ৯৩ রান করেছেন।
৬) এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে হারলেও, রোহিতের দলের তিলক ভার্মা (Tilak Varma) শুরু থেকেই রয়েছেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
৭) কমলা টুপির দৌড়ে সাত নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। এখনও অবধি এ বারের আইপিএলে তিনি ২টি ম্যাচে খেলেছেন। মোট ৮৪ রান করেছেন।
৮) অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন পঞ্জাব কিংসের প্রভসিমরন সিং। এখনও অবধি চলতি আইপিএলের ২ ম্যাচে খেলে তিনি করেছেন ৮৩ রান। ফলে, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আট নম্বরে রয়েছেন।
৯) এ বারের আইপিএলের ৮ ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে কোহলি ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। আজ ইডেনে কোহলির সামনে সুবর্ণ সুযোগ রয়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যাওয়ার।
১০) অরেঞ্জ ক্যাপের দাবিদারের তালিকায় ১০ নম্বরে নেমে গিয়েছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। গুজরাট টাইটান্সের এই তারকা ২টি ম্যাচে খেলে ৭৭ রান করেছেন।