Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Orange Cap : দলের ফের হার, কপলা টুপির লড়াইয়ে লিড বাড়ল ডুপ্লেসির

IPL 2023 : অরেঞ্জ ক্যাপের তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের জন্য় স্বস্তির খবর, প্রথম দশে তাদের প্রতিনিধিও ঢুকে পড়েছেন। আরসিবির বিরুদ্ধে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে আট নম্বরে উঠে এলেন সূর্যকুমার যাদব।

IPL 2023 Orange Cap : দলের ফের হার, কপলা টুপির লড়াইয়ে লিড বাড়ল ডুপ্লেসির
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 8:30 AM

কলকাতা : আইপিএল কেরিয়ারে একটিও শতরানের ইনিংস নেই ফাফ ডুপ্লেসির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে ভঙ্গিতে ব্য়াট করছিলেন, একটা সময় মনে হয়েছিল তাঁর ব্য়াটে শতরান আসতেই পারে। তা না এলেও দুর্দান্ত একটা ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়াংখেড়েতে তারপরও হার আরসিবির। তবে কপলা টুপির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রইলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। অরেঞ্জ ক্য়াপ ডুপ্লেসির দখলেই থাকল। আজ নামছেন ডেভন কনওয়ে। তাঁর কাছে সুযোগ থাকছে ডুপ্লেসির সঙ্গে পার্থক্য কমানোর। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।

মঙ্গলবার রাতে মরসুমের একাদশতম ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হার আরসিবির। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। ওয়াংখেড়েতে রান পেলেন না বিরাট। তবে এ বারের আইপিলে ষষ্ঠ হাফসেঞ্চুরি ফাফ ডুপ্লেসির। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান আরও মজবুত করলেন তিনি। ১১ ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৫৭৬ রান।

আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। যদিও দীর্ঘস্থায়ী হয়নি তাঁর শীর্ষস্থান। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার। ১১ ম্য়াচে তাঁর মোট রান ৪৭৭। আজ তাঁর দ্বিতীয় স্থান চলে যেতে পারে।

অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। ১১ ম্যাচে তাঁর মোট রান ৪৬৯। যশস্বীর মতো তালিকায় তাঁরও আজ অবনতি হতে পারে।

চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। এই বাঁ হাতি ব্যাটারের ১১ ম্যাচে দশ ইনিংসে মোট রান ৪৫৮। আজ ঘরের মাঠে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। কনওয়ের কাছে সুযোগ রয়েছে অন্তত দ্বিতীয় স্থান অবধি উঠে আসার।

বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। আপাতত পঞ্চম স্থানে রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১ রান করেন। ফলে তালিকায় উন্নতি হল না তাঁর। চেন্নাইয়ের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৩৭ রান করলেই বিরাটকে ছাপিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়বেন।

অরেঞ্জ ক্যাপের তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের জন্য় স্বস্তির খবর, প্রথম দশে তাদের প্রতিনিধিও ঢুকে পড়েছেন। আরসিবির বিরুদ্ধে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে আট নম্বরে উঠে এলেন সূর্যকুমার যাদব।