IPL 2023 Purple Cap : তিন ম্যাচে ‘নয়’! পার্পল ক্যাপ ফের উডের, ছাপিয়ে যেতে পারেন কারা?

IPL 2023 : আজ দিল্লি বনাম মুম্বই ম্যাচে কি কোনও পরিবর্তন হতে পারে? দিল্লি ক্যাপিটালস কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই প্রথম দশে নেই। ফলে অভাবনীয় কোনও পারফরম্যান্স না হলে এই ম্যাচে পার্পল ক্যাপের তালিকায় ওপরের দিকে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

IPL 2023 Purple Cap : তিন ম্যাচে 'নয়'! পার্পল ক্যাপ ফের উডের, ছাপিয়ে যেতে পারেন কারা?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 8:00 AM

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) সুপার সানডেতে অবিস্মরণীয় একটা ম্যাচ দেখা গিয়েছিল। সোমবার রাতেও তেমনই একটা থ্রিলার। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলদের সামনে ২১৩ রানের বিশাল লক্ষ্য। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। হাতে ১ উইকেট। রুদ্ধশ্বাস জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ম্যাচটি মূলত ব্যাটারদেরই। দু-দল মিলিয়ে ৫টি অর্ধশতরানের ইনিংস। বোলারদের মধ্যে নজর কাড়লেন অমিত মিশ্র, মার্ক উড, মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেলরা। পয়েন্ট টেবলের পাশাপাশি অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্য়াপের তালিকাতেও বদল হল। একক ভাবে ফের পার্পল ক্যাপ দখলে নিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। দল চারটি ম্যাচ খেললেও তিন ম্য়াচে সুযোগ পেয়েছেন উড। আইপিএলে আজ নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে দেখে নিন এই পার্পল ক্যাপের দৌড়ে কোন বোলাররা রয়েছেন।

আরসিবি বনাম লখনউ ম্যাচের আগে একই সংখ্য়ক উইকেট ছিল তিন জনের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে স্পেলের শেষ ওভারে হ্যাটট্রিক করে তালিকায় ছিলেন রশিন খান। তাঁর উইকেট সংখ্যা ৮।

রশিদ খানের মতোই তিন ম্যাচ খেলে ৮ উইকেট রয়েছে আর এক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। মাত্র দু-ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। এর আগের ম্যাচে খেলানো হয়নি মার্ক উডকে। আরসিবির বিরুদ্ধে লখনউ একাদশে ফেরেন মার্ক উড। বিধ্বংসী মেজাজে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে আরসিবির রানে কিছুটা রাশ টেনেছিলেন মার্ক উড।

আরসিবির বিরুদ্ধে সব মিলিয়ে ৪ ওভারে ১টি মেডেন সহ ৩২ রান দিয়ে এক উইকেট নেন মার্ক উড। গ্লেন ম্যাক্সওয়েল এ বারের আইপিএলে উডের নবম শিকার। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ ফের দখলে নিলেন মার্ক উড। দলও রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতল।

লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের কাছেও সুযোগ ছিল তালিকায় উন্নতির। ৩ ম্য়াচে তাঁর উইকেট সংখ্য়া ৬। আরসিবির বিরুদ্ধে কোনও উইকেট পাননি রবি। চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা একই থাকল।

আজ দিল্লি বনাম মুম্বই ম্যাচে কি কোনও পরিবর্তন হতে পারে? দিল্লি ক্যাপিটালস কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই প্রথম দশে নেই। ফলে অভাবনীয় কোনও পারফরম্যান্স না হলে এই ম্যাচে পার্পল ক্যাপের তালিকায় ওপরের দিকে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ।