IPL 2023 Orange Cap : ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টায় কনওয়ে, পারবেন?

IPL 2023 : বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। বিরাটের মোট রান এখন ৩৬৪। আপাতত চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। ১০ ম্যাচে তাঁর মোট রান ৩৭৫। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ইনিংস খেলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন বিরাট। প্রথম পাঁচে ঢোকার সুযোগ থাকছে চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের।

IPL 2023 Orange Cap : ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টায় কনওয়ে, পারবেন?
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 06, 2023 | 8:30 AM

কলকাতা : এ বারের আইপিএলে (IPL 2023) একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ। হাতে গোনা কিছু এক পেশে ম্যাচ দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম এক পেশে ম্যাচ দেখা গেল শুক্রবার রাতে। রাজস্থান রয়্যালসকে তাদেরই ডেরায় ৯ উইকেটের বিশাল ব্য়বধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান ব্যাটিং লাইন আপ হতাশ করেছে। সবচেয়ে বেশি হতাশার যশস্বীর আউট। অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন এই তরুণ ওপেনার। না হলে ম্যাচের রূপ কিছুটা অন্যরকম হতে পারত। শনিবারও ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দিনের দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। যদিও রাজস্থান-গুজরাট ম্য়াচের পর অরেঞ্জ ক্য়াপের তালিকায় শীর্ষস্থানে কোনও বদল হল না। অরেঞ্জ ক্য়াপ ডুপ্লেসির দখলেই। তাঁকে ছোঁয়ার মরিয়া চেষ্টায় নামবেন ডেভন কনওয়ে। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।

এখনও অবধি ন’টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থাকা ডুপ্লেসির নয় ম্যাচে সংগ্রহ ৪৬৬ রান।

মাঝে ডুপ্লেসিকে ছাপিয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরও একটা বড় ইনিংস এলে ফের হয়তো ছাপিয়ে যেতে পারতেন ডুপ্লেসিকে। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার। যদিও এক ম্যাচ বেশি খেলেছেন। ১০ ম্য়াচে তাঁর মোট রান ৪৪২।

অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। লখনউয়ের বিরুদ্ধে ম্য়াচটা সম্পূর্ণ হয়নি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ইনিংস খেলে ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁর কাছে। যদিও দিনের দ্বিতীয় ম্যাচে নামছেন ডুপ্লেসি। হয়তো কিছুক্ষণের মধ্যে অরেঞ্জ ক্যাপের মালিকানা ফের বদলও হতে পারে।

বিরাট কোহলি পঞ্চম থেকে উঠে এসেছিলেন চতুর্থ স্থানে। বিরাটের মোট রান এখন ৩৬৪। আপাতত চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। ১০ ম্যাচে তাঁর মোট রান ৩৭৫। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ইনিংস খেলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন বিরাট। প্রথম পাঁচে ঢোকার সুযোগ থাকছে চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের।