কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। তেমনই হাত বদল হচ্ছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপেরও। আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পরই অরেঞ্জ ক্যাপ হাতছাড়া হয় কলকাতা নাইট রাইডার্সের সেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ারের। চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও বিধ্বংসী মেজাজে ছিলেন আরসিবির দুই তারকা বিদেশি ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। ডুপ্লেসির দখলে এসেছিল অরেঞ্জ ক্যাপ। মঙ্গলবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে অবশ্য ডুপ্লেসিকে কেউ ছাপিয়ে যেতে পারলেন না। আজ রয়েছে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। কার কাছে সুযোগ ছিল, কে কতটা দূরত্বে রয়েছেন ডুপ্লেসির থেকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের সৌজন্য় পাঁচ ম্য়াচে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির সংগ্রহ ২৫৯ রান। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার (২৩৪) এবং পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান (২৩৩) পরের জুটি স্থানে রয়েছেন। মঙ্গলবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার তিলক ভার্মার কাছে ক্ষীণ সুযোগ ছিল অরেঞ্জ ক্যাপ দখলে নেওয়ার। এই ম্য়াচে ১৭ বলে ৩৭ রান করেন তিলক। বড় একটা ইনিংস খেলতে পারলে হয়তো ডুপ্লেসিকে ছোঁয়া যেত। পাঁচ ম্যাচে তাঁর রান ২১৪। একটি অর্ধশতরানের ইনিংসও রয়েছে। ডুপ্লেসির দখলে আজও কি অরেঞ্জ ক্যাপ থাকতে পারে?
আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান ওপেনার জস বাটলার বিধ্বংসী ফর্মে রয়েছেন। পাঁচ ম্যাচে তাঁর রান ২০৪। এখনও অবধি তিনটি অর্ধশতরানও করেছেন। জয়পুরে লখনউয়ের বিরুদ্ধে ৫৫ রানের বেশি রানের একটা ইনিংস খেললেই বাটলারের মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ। ওপেনিংয়ে নামায় তাঁর কাছে প্রবল সুযোগ রয়েছে।
রাজস্থান রয়্যালসের আর এক ব্য়াটার শিমরন হেটমায়ারও বিধ্বংসী ফর্মে। তিনি ব্য়াট করেন মিডল অর্ডারে। ফলে তাঁর পক্ষে এই ম্য়াচেই ডুপ্লেসিকে সরানো খুবই কঠিন। হেটমায়ার করেছেন ১৮৩ রান। ফলে ডুপ্লেসির থেকে অনেকটাই পিছিয়ে।