কলকাতা: ঘরের মাঠে শিখর ধাওয়ানদের বিপদে ফেললেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা (KKR)। বিশেষ করে কথা বলতে হয় বরুণ চক্রবর্তীর। তাঁকে খেলতে গিয়ে বেগ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা। সোমবার রাতে পাওয়ার প্লে-র শেষ ওভারে দুরন্ত ডেলিভারিতে ফেরান লিয়াম লিভিংস্টোনকে। মোট ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট। এই পারফরম্যান্সে ব্যক্তিগত পুরস্কারের তালিকাতে ব্যপক উন্নতি বরুণের। কেকেআরের (IPL 2023) অন্যতম সেরা বোলার পার্পল ক্যাপের তালিকায় উন্নতি করলেন। চলতি আইপিএলের ম্যাচের সংখ্যায় হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে গিয়েছে। খেলা হয়েছে ৫৩টি ম্যাচ। পয়েন্ট টেবলে যেমন ওঠানামা রয়েছে তেমনই সর্বাধিক উইকেট সংগ্রহকারী অর্থাৎ পার্পল ক্যাপের (Purple Cap) তালিকাতেও ওঠানামা চলছে। বেগুনি টুপির দৌড়ে ১ নম্বর জায়গা কায়েম রেখেছেন মহম্মদ সামি। গুজরাট টাইটান্স পেসারের উইকেট সংখ্যা ১৯। তাঁর জোর টক্কর রশিদ খান এবং তুষার দেশপান্ডের সঙ্গে। প্রথম তিনে থাকা সামি, রশিদ ও তুষারের উইকেট সংখ্যা ১৯। TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…
১) পার্পল ক্যাপের দৌড়ে পয়লা নম্বরে থাকা মহম্মদ সামির বর্তমান উইকেট সংখ্যা ১৯। চলতি আইপিএলে তিনি ১১টি ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩১১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।
২) বেগুনি টুপি দখলের লড়াইয়ে দুইয়ে গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১১টি ম্যাচে খেলে মোট ৪৪ ওভার বল করে ৩৫৬ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।
৩) পার্পল ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ১১ টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৩৮.২ ওভার বল করে ৩৯৬ রান খরচ করেছেন তিনি।
৪) পার্পল ক্যাপের দৌড়ে চারে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। এখনও অবধি এ বারের আইপিএলে ১০ ম্যাচে খেলে ৩৯ ওভার বল করে ২৮০ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
৫) সোমবারের ম্যাচের আগে পর্যন্ত বরুণ চক্রবর্তী ছিলেন দশ নম্বরে। পাঁচে উঠে এলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বরুণ ১১ ম্যাচে খেলে তিনি ৪১.৪ ওভার বল করে ৩২৭ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
৬) পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম পাঁচে উঠে এলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ১১ ম্যাচে ৪০.৫ ওভার বল করে ৩৩০ রান দিয়ে তিনি নিয়েছেন ১৭টি উইকেট।
৭) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৬টি। ১১ ম্যাচে ৪০.৫ ওভারে ৪০০ রান দিয়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।
৮) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এখনও অবধি ১১ ম্যাচে খেলে ৩৯ ওভার বল করে ২৮৮ রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন।
৯) আরসিবির মহম্মদ সিরাজ রয়েছেন এই তালিকায় আট নম্বরে। এখনও অবধি ১৬তম আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৩৭ ওভারে ২৮৬ রান খরচ করে ১৫টি উইকেট নিয়েছেন সিরাজ।
১০) এই তালিকায় ৯ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি তিনি ১১টি ম্যাচে খেলে ৪১ ওভার বল করে ৩০৩ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।