IPL 2023 Purple Cap: ডবল হেডারেও পরিবর্তন নেই, পার্পল ক্যাপ সামির দখলে

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 04, 2023 | 8:30 AM

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৪৬টি ম্যাচ হয়েছে। জেনে নিন এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা।

IPL 2023 Purple Cap: ডবল হেডারেও পরিবর্তন নেই, পার্পল ক্যাপ সামির দখলে
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মঙ্গলবার রাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ সামি। পাওয়ার প্লেতে ৩ ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তুলে নেন। আইপিএল (IPL 2023) কেরিয়ারের সেরা বোলিং করে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। বুধবার ছিল ডবল হেডার। লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস, অন্য ম্যাচটি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। আজ, বৃহস্পতিবার রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বর থেকে পয়লা নম্বরে উঠে এসেছেন মহম্মদ সামি। তাঁর বর্তমান উইকেট সংখ্যা ১৭। চলতি আইপিএলে তিনি ৯টি ম্যাচে খেলে ৩৫ ওভার বল করে ২৪৭ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৭.০৫।

২) পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে ১৭টি উইকেট নিয়েছেন। ৩৩.২ ওভার বল করে ৩৬৯ রান খরচ করেছেন তিনি।

৩) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৬টি। ৯ ম্যাচে ৩৬.৫ ওভারে ৩৬১ রান দিয়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।

৪) পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। এখনও অবধি এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে ৩৫ ওভার বল করে ২৫৫ রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

৫) আরসিবির মহম্মদ সিরাজ রয়েছেন এই তালিকায় ৫ নম্বরে। এখনও অবধি ১৬তম আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৩৫ ওভারে ২৫৮ রান খরচ করে ১৫টি উইকেট নিয়েছেন সিরাজ।

৬) বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৯টি ম্যাচে খেলে মোট ৩৬ ওভার বল করে ৩০৮ রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। জাড্ডু এখনও অবধি ১০ ম্যাচে খেলে ৩৫ ওভার বল করে ২৫১ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি তিনি ৯টি ম্যাচে খেলে ৩৬ ওভার বল করে ২৬০ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।

৯) এই তালিকার নয় নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৯ ম্যাচে খেলে তিনি ৩৩.৪ ওভার বল করে ২৮১ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

১০) পার্পল ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই। ১০ ম্যাচে ৩৪.৩ ওভার বল করে ২৬৮ রান দিয়ে তিনি নিয়েছেন ১২টি উইকেট।

Next Article