Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Test Cricket: ‘বছরে এক বার টেস্ট ম্যাচ হোক’, প্রস্তাব দিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক

IPL 2023: ভবিষ্যৎ দর্শকের কথা মাথায় রেখে টেস্ট ক্রিকেটকে গ্র্যান্ড স্ল্যামের মতো বছরে একবার খেলানোর প্রস্তাব দিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক।

Test Cricket: 'বছরে এক বার টেস্ট ম্যাচ হোক', প্রস্তাব দিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 4:45 PM

কলকাতা: টেস্ট ক্রিকেট হোক বার্ষিক ইভেন্ট। অনেকটা উইম্বলডনের মতো। বছরে মাত্র এক বারই খেলা হোক। লাল বলের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য এমনই নিদান দিলেন এক আইপিএল (IPL 2023) ফ্র্যাঞ্চাইজির মালিক। বর্তমানে একজন ক্রিকেটারকে সারাবছর ধরে টেস্ট, ওডিআই এবং টি-২০ তিনটি ফরম্যাটেই খেলতে হয়। যে কারণে অনেক ক্রিকেটারই যে কোনও একটি ফরম্যাট ছেড়ে দিতে চাইছে। সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করার জন্য টেস্ট ফরম্যাট ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। আবার উল্টোটাও হচ্ছে। আইপিএলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালের মতে, টি-২০ ক্রিকেট নিয়ে বিশ্বজুড়ে যেভাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে টেস্ট ফরম্যাটকে প্রাসঙ্গিক করে রাখতে আকারে কমিয়ে আনার প্রয়োজন। বার্ষিক ইভেন্টই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০২২ সালে ইংল্যান্ডে ভারতের বিরুদ্ধে সিরিজের সময় ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বেন স্টোকস। ইংরেজ অলরাউন্ডার এখন জাতীয় টেস্ট দলের অধিনায়ক। ৫০ ওভারের ফরম্যাট ছাড়ার আগে অত্যধিক ক্রিকেট খেলার চাপকেই দায়ী করেছিলেন স্টোকস। সেই প্রসঙ্গে টেনে রাজস্থান রয়্যালসের মালিক বিবিসির টেলএন্ডার্সের পডকাস্টে বলেন, “টেস্ট ক্রিকেটকে কার্যকরী করে তুলতে এটাকে ইভেন্টের চেয়ে বেশি কিছু করতে হবে। প্রতিবছর কয়েকটি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে খেলা উচিত। যেখানে লর্ডস হবে উইম্বলডনের মতো। মনে রাখার মতো একটি ইভেন্ট হবে।” ভবিষ্যৎ দর্শকের কথা মাথায় রেখে টেস্ট ক্রিকেটকে টেনিস গ্র্যান্ড স্ল্যামের মতো বছরে একবার খেলানোর প্রস্তাব দিয়েছেন। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কথা বাদ দিলে অন্যান্য দেশগুলিতে টেস্ট ক্রিকেটের দর্শক সংখ্যা আগের থেকে কমেছে।

বাদালের এই মন্তব্য এমন সময়ে, যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দল কিনছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির প্রস্তাব দিচ্ছে। যেখানে সারাবছর ধরে এক নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন টি-২০ লিগে খেলবেন। বেরিয়ে আসতে হবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। তাতে ওই নির্দিষ্ট ক্রিকেটারের উপর ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ থাকবে না।