SRH: লারার সঙ্গে সম্পর্কে ইতি, হায়দরাবাদের নতুন কোচ ড্যানিয়েল ভেত্তোরি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 07, 2023 | 4:45 PM

Daniel Vettori: আইপিএলে এই প্রথম কোচিং করাবেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি তেমনটা নয়। এর আগে তিনি আরসিবির কোচ ছিলেন।

SRH: লারার সঙ্গে সম্পর্কে ইতি, হায়দরাবাদের নতুন কোচ ড্যানিয়েল ভেত্তোরি
SRH: লারার সঙ্গে সম্পর্কে ইতি, হায়দরাবাদের নতুন কোচ ড্যানিয়েল ভেত্তোরি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যেন কোচ বদলের ধুম। কয়েকদিন আগেই বিরাট কোহলির দল আরসিবির নতুন হেড কোচ হয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার আগে লখনউ সুপার জায়ান্টসের নতুন কোচ হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। এ বার পুরনো কোট ছাটাই করে, নতুন কোচ নিয়োগ করল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara) গত মরসুমেই হায়দরাবাদের হেড কোচ হয়েছিলেন। ২ বছরের মধ্যে লারার সঙ্গে সম্পর্কে ইতি টানল নিজামের শহরের দল। আজ, ৭ অগস্ট সানরাইজার্স হায়দরাবাদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের নতুন কোচ হিসেবে প্রাক্তন কিউয়ি অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরির (Daniel Vettori) যোগ দেওয়ার খবর জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।


২০২২ সালের আইপিএলের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ এবং অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ২০২৩ সালের সংস্করণের জন্য ব্রায়ান লারাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজামের শহরের দল। অরেঞ্জ আর্মির হেড কোচ করা হয় লারাকে। কিন্তু লারার কোচিংয়েও আইপিএলে খুব একটা ছাপ রাখতে পারেনি হায়দরাবাদ।

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার কোচিংয়ে ২০২৩ সালের আইপিএলে লিগ টেবলের সবচেয়ে নীচে থেকে শেষ করে হায়দরাবাদ। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জেতে হায়দরাবাদ। লারার কোচিংয়ে দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় এ বার তাঁকে ছেটে দিল হায়দরাবাদ।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকে অবসর নেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরি। এরপরই তিনি কোচিং করানো শুরু করেন। ২০১৪-২০১৮ সাল অবধি তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ ছিলেন। বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচও ছিলেন ভেত্তোরি। এরপর ২০২১ সালের অগস্টে ভেত্তোরি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি বার্বাডোজ রয়্যালসের কোচ হন। তিনি এক সময় অজি ক্রিকেটর দলের সহকারী এবং স্পিন বোলিং কোচও ছিলেন। এ বার ফের আইপিএলে ফিরলেন ভেত্তোরি।

Next Article