
মুম্বই: এশিয়ান গেমসে ভারতীয় বোর্ড ক্রিকেট দল পাঠাবে কীনা, এই নিয়ে প্রাথমিক জটিলতা ছিল। পরবর্তীতে অবশ্য বোর্ডের বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হওয়া যায়, এশিয়ান গেমসে ক্রিকেটে অংশ নেবে ভারত। তবে সরকারি ভাবে কোনও তথ্য আসছিল না। এ দিন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল সভায় এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল। তেমনই ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়েও বড় সিদ্ধান্ত। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলের ১৬তম সংস্করণে ব্যবহার হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার। তার আগে অবশ্য ঘরোয়া ক্রিকেটে ট্রায়াল হয়েছে। গত বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ছিল ইমপ্যাক্ট প্লেয়ার রুল। যদিও সেই নিয়মের কিছু সীমাবদ্ধতা ছিল। আইপিএলে এই নিয়মের ইতিবাচক দিক দেখা গিয়েছে। এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আইপিএলের মতোই থাকছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। ১৬ অক্টোবর শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি।
গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যবহার করা যেত ১৪ ওভারের মধ্যে। কোন প্লেয়ারকে ইমপ্যাক্ট হিসেবে নামানো হবে তা নিশ্চিত করতে হত টসের আগেই। এ বার আইপিএলের মতোই একাদশের পাশাপাশি চার জনের তালিকা দেওয়া যাবে। তাদের মধ্য থেকে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে। ম্যাচে দু-দল একজন করেই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে পারবেন। তবে ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর বিষয়টি বাধ্যতামূলক নয়।
হাংঝৌ এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠানোর বিষয়টিও নিশ্চিত হল বৈঠকে। পুরুষ ও মহিলা দু-দলই পাঠানো হবে। মূলত তরুণদের নিয়েই গড়া দল পাঠানো হবে। অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার আগে কুলিং অফ পিরিয়ড নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত হয়নি। অনেক প্লেয়ারই অবসর নিয়েই বিদেশের লিগে খেলতে যাচ্ছেন।