কলকাতা : ৫১তম জন্মদিনের প্রাক্কালে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের একাধিক ছবির কোলাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ইকবাল’ সিনেমার জনপ্রিয় গান ‘আশায়েঁ’। বৃহস্পতিবার সেই ভিডিয়ো পোস্ট করে জন্মদিনের দিন বিশেষ এক ঘোষণার ইঙ্গিত দেন সৌরভ। নেটিজেনরা সৌরভের পোস্টটির ক্যাপশন নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিলেন। জন্মদিনে কী এমন বিশেষ ঘোষণা করতে পারেন সৌরভ? জল্পনা চলছে জোরকদমে। তারই মাঝে সৌরভের বড় ভুল ধরলেন একসময়ের সতীর্থ ইরফান পাঠান। ইরফানের চোখ আটকে গিয়েছে সৌরভের পোস্ট করা ভিডিয়োতে। কারণ ভিডিয়োটিতে নিজেকে খুঁজে পেয়েছেন ইরফান। যে বা যাঁরা ভিডিয়োটি এডিট করেছেন তাঁরা সৌরভের পরিবর্তে কোলাজে ইরফানের (Irfan Pathan) ছবি ব্যবহার করেছেন। ভুল ধরিয়ে জন্মদিনের দিনই ‘দাদি’কে ট্রোল করলেন ইরফান। বিস্তারিত রইল TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
আজ শনিবার, ৫১তম জন্মদিনটা কলকাতাতেই কাটানোর প্ল্যান করেছেন সৌরভ। রাত ১২টার পর পরিবারকে পাশে নিয়ে জোড়া কেক কেটেছেন। লন্ডন থেকে বাবার জন্মদিন উপলক্ষে বাড়ি এসেছেন মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সারাদিন ধরেই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। বন্ধু, সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে ইরফান পাঠান টুইট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরিবর্তে ভুল ধরে বসলেন। সৌরভের পোস্ট করা ভিডিয়োতে নিজের ব্যাটিং করা ছবি খুঁজে পেয়েছেন তিনি। তাই মজার ছলে ইরফান লেখেন, “দাদি, আমি কখনও জানতাম না যে ব্যাটিং করার সময় আমাদের এরকরম দেখতে লাগে। এতটাই মিল যে আপনিও ধন্দ্বে পড়ে গিয়েছেন। তবে আমি ধন্যবাদ জানাতে চাইব। এটাকে প্রশংসা হিসেবেই নিচ্ছি।”
Daadi I never knew that we look so similiar while batting that you will get confused;) But Thank you i will take that as a huge compliment ? pic.twitter.com/odsj2aa5En
— Irfan Pathan (@IrfanPathan) July 7, 2023
২০০৩ সালে সৌরভের নেতৃত্বে জাতীয় দলে পদার্পণ বাঁ হাতি পেসার ইরফান পাঠানের। ২২ গজে দু’জনের প্রচুর স্মৃতি রয়েছে। প্রাক্তন অধিনায়কের পোস্ট করা ভিডিয়োতে নিজেকে আবিষ্কার করে খুশি হয়েছে প্রাক্তন ক্রিকেটার।