Preity Zinta: অভিনয়ে সাফল্যের মন্ত্র দিয়েই… প্রীতি জিন্টাকে নিয়ে মন খুললেন প্রাক্তন ক্রিকেটার!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 27, 2024 | 2:00 PM

IPL 2024: ইডেনে বীরের সামনে জারার জয় নিয়ে চর্চা সব মহলে। ম্যাচ জিতলেই প্রীতি জিন্টার (Preity Zinta) আবেগ মাখা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বছরের পর বছর টিম করেও জয় আসে না। আক্ষেপ নিয়ে মরসুম শেষ করে প্রীতির টিম। সেই যন্ত্রণা থেকে কি এ বার মুক্তি পেতে চলেছেন প্রীতি?

Preity Zinta: অভিনয়ে সাফল্যের মন্ত্র দিয়েই... প্রীতি জিন্টাকে নিয়ে মন খুললেন প্রাক্তন ক্রিকেটার!
Preity Zinta: অভিনয়ে সাফল্যের মন্ত্র দিয়েই... প্রীতি জিন্টাকে নিয়ে মন খুললেন প্রাক্তন ক্রিকেটার!
Image Credit source: X

Follow Us

কলকাতা: এ বারের আইপিএলে (IPL) দুটো ট্রেন্ড পরিষ্কার। এক, আগে ব্যাট করলে ঝড় তুলবেই হায়দরাবাদ। প্যাট কামিন্সের টিমকে থামাতে হলে টস জেতাটা জরুরি। সদ্য আরসিবি সেটা প্রমাণও করে দিয়েছে। আর দুই, রান তাড়া করতে দিলে পঞ্জাব কিংসের আগ্রাসন থামানো মুশকিল। ইডেনে পঞ্জাবের সাম্প্রতিকতম শিকার কেকেআর। ২৬১-৬ তুলেও পঞ্জাবের কাছে হারতে হয়েছে গৌতম গম্ভীরের টিমকে। ইডেনে বীরের সামনে জারার জয় নিয়ে চর্চা সব মহলে। ম্যাচ জিতলেই প্রীতি জিন্টার (Preity Zinta) আবেগ মাখা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বছরের পর বছর টিম করেও জয় আসে না। আক্ষেপ নিয়ে মরসুম শেষ করে প্রীতির টিম। সেই যন্ত্রণা থেকে কি এ বার মুক্তি পেতে চলেছেন প্রীতি?

পঞ্জাব কিংসের মালকিনের টিমের প্রতি আবেগ, দায়বদ্ধতা নিয়ে অনেকেই কথা বলতে শুরু করেছেন। ৪৯ বছরের বলিউড তারকা কোন মন্ত্রে সাফল্য পেতে শুরু করেছেন এ বার? ইরফান পাঠান তুলে ধরেছেন সেই গোপন কথা। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের কথায়, ‘দারুণ মহিলা। টিমের সঙ্গে সব সময় জড়িয়ে থাকে। টিম হারলে দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু প্রীতি জানে, কী ভাবে আবেগ সামলে রাখতে হয়। প্রীতি দারুণ অভিনেত্রী। অভিজ্ঞ যেমন, সফলও। এবং ও জানে, সফল হওয়া সহজ নয়। খুব ভালো করে জানে, সব সিনেমা হিট করে না। ঠিক এই কারণেই জানে, সব ম্যাচ জেতা যায় না।’

পঞ্জাব ম্যাচ হারলে অতীতে ভেঙে পড়তে দেখা গিয়েছে প্রীতিকে। ইরফান খুব সামনে থেকে দেখেছেন টিমের মালকিনকে। তিন বছর পঞ্জাবের হয়ে খেলার অভিজ্ঞতা থেকে ইরফান বলেছেন, ‘প্রায় ৪০টারও বেশি ম্যাচ ওই টিমের হয়ে খেলেছি। তিন বছর ওই টিমের খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মাত্র দু-তিনবার ওকে আমি হতাশ হতে দেখেছি। এ ছাড়া কিন্তু টিম হারলেও আমাগদের সবার সঙ্গে কথা বলতে দেখেছি প্রীতিকে। টিমের জন্য দক্ষিণ আফ্রিকায় একবার চেন্নাইকে হারানোর পর পরোটাও বানাতে দেখেছি ওকে। প্রীতি একেবারে অন্য ধরনের টিম মালিক।’

Next Article