AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Khan: অতি আগ্রাসনই কি কাল হল সরফরাজের?

India Tour of West Indies: আর চেহারা দিয়ে যদি ফিটনেস বিচার করা হয়, রহকিম কর্নওয়াল টেস্ট খেলতে পারতেন না। কারণটা যে বেশির ভাগই শৃঙ্খলাজনিত আন্দাজ করাই যায়। তাহলে কি অতি আগ্রাসনই কাল হল?

Sarfaraz Khan: অতি আগ্রাসনই কি কাল হল সরফরাজের?
Image Credit: twitter
| Updated on: Jun 26, 2023 | 8:30 AM
Share

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার পরই নানা আলোচনা। প্রথমটা অবশ্যই চেতেশ্বর পূজারাকে নিয়ে। ভারতীয় ক্রিকেট সামনে এগোতে চাইছে। সে কারণেই লক্ষ্য তরুণদের সুযোগ দেওয়া। আর এই নিয়েই নানা আলোচনা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। পারফরম্যান্সই যদি শেষ কথা হয়, অধিনায়ক রোহিত শর্মারও গত কয়েক ইনিংসে পারফরম্যান্স আহামরি নয়। এমনকি বিরাট কোহলির ক্ষেত্রেও বলা যায়, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরি ছাড়া সম্প্রতি হতাশ করেছেন। তাহলে শুধুমাত্র পূজারাকেই কেন বাদ দেওয়া হল!

টেস্ট স্কোয়াডে ব্যাটিং বিভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই তরুণ মুখ ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। তাঁদের নিয়ে যেমন উচ্ছ্বাস, তেমনই প্রশ্নও উঠছে। আইপিএলের পারফরম্যান্স দেখেই কি টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হল? প্রথম শ্রেনির ক্রিকেট দেখেই যদি জায়গা দেওয়া হয় তাহলে অভিমন্যু ঈশ্বরণ, প্রিয়ঙ্ক পাঞ্চাল, সরফরাজ খান কেন সুযোগ পেলেন না! অভিমন্যু ঈশ্বরণ ভারত এ দলের অধিনায়ক। দীর্ঘ সময় ধরেই জাতীয় দলে কড়া নাড়ছিলেন। গত বাংলাদেশ সফরে টেস্ট স্কোয়াডে সুযোগও পান। দলীপ ট্রফিতে নেতৃত্ব দেবেন। অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাইতেও জায়গা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও না। ওয়াসিম জাফরের মতো ভারতের প্রাক্তন ওপেনারও এই প্রশ্ন তুলেছেন।

সরফরাজ খান প্রথম শ্রেনির ক্রিকেটে অন্যতম ধারাবাহিক। রঞ্জি ট্রফিতে গত তিন মরসুম মিলিয়ে ২৫০০-র ওপর রান। তাঁর সুযোগ না পাওয়ার কারণ হিসেবে সংবাদ সংস্থা পিটিআইকে নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ফিটনেস এবং শৃঙ্খলা। ফিটনেসই যদি প্রধান কারণ হত, তাহলে এতদিন সেটা বলা হয়নি সরফরাজকে? আর চেহারা দিয়ে যদি ফিটনেস বিচার করা হয়, রহকিম কর্নওয়াল টেস্ট খেলতে পারতেন না কিংবা আয়ার্ল্যান্ডের পল স্টার্লিংও জাতীয় দলে খেলার সুযোগ পেতেন না। কারণটা যে বেশির ভাগই শৃঙ্খলাজনিত আন্দাজ করাই যায়। তাহলে কি অতি আগ্রাসনই কাল হল?

রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে গত মরসুমে সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। মাঠে উপস্থিত ছিলেন বোর্ডের তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মাও। দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়া সরফরাজ সেলিব্রেশনে অতি আগ্রাসন দেখিয়েছিলেন। যা হয়তো ভালো ভাবে নেননি নির্বাচকরা। আগামী দিনেও সরফরাজ আদৌ জাতীয় দলে সুযোগ পাবেন কীনা, তা নিয়েও যেন প্রশ্ন উঠে গেল।