কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সকে মঙ্গলবার রাতে ৫ রানে হারিয়ে প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে লখনউ সুপার জায়ান্টসের (IPL 2023)। ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে এলএসজি। প্লে অফে জায়গা পাকা করতে হলে শেষ ম্যাচে লখনউকে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs LSG)। ইডেন গার্ডেন্সে আগামী ২০ মে অর্থাৎ শনিবারের ম্যাচটি লখনউ ও কলকাতা দুই দলের লিগ পর্বের শেষ ম্যাচ। একইসঙ্গে চলতি আইপিএলে প্লে অফ পাকা করতে হলে দুটি দলেরই শনিবারের ম্যাচ জেতা প্রয়োজন। একদিকে যেমন মুম্বইকে হারানোর আনন্দ তেমনই লিগ পর্বের শেষ ম্যাচের আগে লখনউ সমর্থকদের মনে চিন্তার রেশ। চিন্তা বাড়িয়েছেন লখনউয়ের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট করতে করতে অবসৃত হয়ে ফিরে গিয়েছিলেন ক্রুণাল। যা দেখে ভ্রু কুঁচকে গিয়েছে এলএসজি সমর্থকদের। তাহলে কী ফের চোটের কবলে পড়লেন লখনউ ক্যাপ্টেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
লখনউয়ের ইনিংসের ১৬তম ওভারের শেষে ৪৯ রানে অপরাজিত ছিলেন ক্রুণাল পান্ডিয়া। ১৭তম ওভার শুরু হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। তার আগে মাঠে ফিজিও ডাকতে হয়। যদিও তাতে সুরাহা হয়নি। ক্রুণাল অবসৃত হয়ে ফিরে যাওয়ায় লখনউয়ের সমর্থকদের কপালের ভাঁজ যখন চওড়া হয়ে যায়। ম্যাচ জয়ের পর অধিনায়ক জানান, তাঁর পায়ের পেশীতে টান ধরেছিল। যে কারণে ফিরে গিয়েছিলেন। দলের জন্য তিনি সবকিছু করতে পারেন। ক্রুণাল ফিরে যাওয়ার পর মার্কাস স্টইনিস ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ তিন ওভারে লখনউ তোলে ৫৪ রান। সেটাই পার্থক্য গড়ে দেয়।
চোটের বিষয়ে লখনউ যেন ঘর পোড়া গরু। অধিনায়ক কেএল রাহুল ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আগেই। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল। শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে খেলবে লখনউ সুপার জায়ান্টস। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে ক্রুণালের চোট মোটেও ভালো লক্ষ্মণ ঠেকছে না লখনউ সমর্থকদের। আশঙ্কার দোলাচলে ভুগছেন তাঁরা।