ICC ODI World Cup 2023: রাত পোহালেই ম্যাচ, ভারতের বিরুদ্ধে কি এখনও অনিশ্চিত সাকিব?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 18, 2023 | 9:00 AM

Shakib Al Hasan: বিশ্বকাপে ২ ম্যাচে টানা হারার পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অন্য়তম ভরসা সাকিব। কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচে উরুতে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এরপরই বাংলাদেশ শিবিরে চিন্তার মেঘ ঘনায়। তবে কি ভারতের বিরুদ্ধে অনিশ্চিত সাকিব? নানা প্রশ্ন দানা বাঁধতে থাকে। নজর ছিল বাংলাদেশের নেট অনুশীলনের দিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল তাঁদের অনুশীলন। আর এই অনুশীলনে গা ঘামাতে দেখা গিয়েছে সাকিবকে।

ICC ODI World Cup 2023: রাত পোহালেই ম্যাচ, ভারতের  বিরুদ্ধে কি এখনও অনিশ্চিত সাকিব?
সাকিব আল হাসান

Follow Us

নয়াদিল্লি: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্য়াচ চলাকালীন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার অর্থাৎ ১৯ অক্টোবর। প্রতিপক্ষ ভারত। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব খেলতে পারবেন কি না সেই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে কি রোহিত শর্মাদের বিরুদ্ধে মাঠে পাওয়া যাবে না টাইগারদের ক্যাপ্টেনকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে ২ ম্যাচে টানা হারার পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অন্য়তম ভরসা সাকিব। কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচে উরুতে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এরপরই বাংলাদেশ শিবিরে চিন্তার মেঘ ঘনায়। তবে কি ভারতের বিরুদ্ধে অনিশ্চিত সাকিব? নানা প্রশ্ন দানা বাঁধতে থাকে। নজর ছিল বাংলাদেশের নেট অনুশীলনের দিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল তাঁদের অনুশীলন। আর এই অনুশীলনে গা ঘামাতে দেখা গিয়েছে সাকিবকে। সূত্রের খবর, নেটে আধ ঘণ্টা কাটিয়েছেন তিনি। দৌঁড়াতেও দেখা গিয়েছে তাঁকে। চোখমুখ দেখে মনে হয়নি অসুস্থ তিনি। দিব্যি দলের সঙ্গে নেটে অনুশীলন করেছেন। অবশেষে কাটছে চিন্তার মেঘ। মঙ্গলবার বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন,ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাকিব। বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে খেলতে চান তিনি।

 

এই প্রসঙ্গে মাহমুদের সংযোজন, ‘টুর্নামেন্টে এখনও ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ-ই চাই না একটা ম্যাচ খেলে সাকিব সে বাকি ম্যাচগুলো মিস করুক। এটা কোচের সিদ্ধান্ত নয়। এ বার চিকিৎসকরা সিদ্ধান্ত তো নেবেন। সাকিবও ব্যাপারটা বুঝবে। আমরা কোনও মতেই চাই না এই একটি ম্যাচ খেলে ওর ক্যারিয়ারে কোনও সমস্যা হোক বা ও বিপদে পড়ুক। আমরা চাইব, সাকিব যদি মনে করে সে খেলতে পারবে এবং চিকিৎসকের ছাড়পত্র পায় তবে অবশ্যই খেলবে।’

Next Article