কলকাতা: ইডেনে যশস্বী ঝড়। বৃহস্পতিবারের রাত মাতিয়ে দেন রাজস্থান রয়্যালসের ওপেনার (KKR vs RR)। এ বারের আইপিএলে দুরন্ত ব্যাটিং করে চলেছেন যশস্বী জয়সওয়াল। সেঞ্চুরি না পেলেও যশস্বীর ৯৮ রানের ইনিংস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবারের রাতে ইডেনে আরও একটি নজির গড়েন তিনি। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি (১৩ বলে ৫০) করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। হাফসেঞ্চুরির পরেও থামেননি তিনি (IPL 2023)। ইডেনে ব্যাট হাতে তাণ্ডব দেখাতে থাকেন। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন যশস্বী। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি। তার আগেই ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, সঞ্জু স্যামসনের (Sanju Samson) কারণেই সেঞ্চুরি পাননি যশস্বী। ইডেনে ধুন্ধুমার ব্যাটিং করেন রাজস্থানের অধিনায়কও। ২৯ বলে ৪৮ রানে ক্রিজে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যশস্বী জয়সওয়াল যখন ৮৮ রানে অপরাজিত ছিলেন, তখন রাজস্থানের জয়ের জন্য ১৮ রান প্রয়োজন ছিল। সেক্ষেত্রে সেঞ্চুরি করতে কোনও অসুবিধেই ছিল না যশস্বীর। তবে সঞ্জু স্যামসনও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন। বরুণ চক্রবর্তীর ওই ওভারে একটি ছক্কা মারে রাজস্থানের অধঝিনায়ক। আর তাতেই সেঞ্চুরি করার সুযোগ অনেকটা কমে যায়। এগারোতম ওভার শেষে ৮৯ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। তখন রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। যদিও যশস্বীকে সেঞ্চুরি করার সুযোগও দেন সঞ্জু স্যামসন। একটা সময় তো সুযশ শর্মার ওয়াইড বল লেগ স্টাম্পের বাইরে এসে ডিফেন্স করেন রাজস্থানের অধিনায়ক। শেষ পর্যন্ত বাউন্ডারি মেরে ম্য়াচ জেতান যশস্বী জয়সওয়াল। দিনের শেষে অপরাজিত থাকেন ৯৮ রানে। ইনিংসে সাজানো থাকে ১২টি চার আর ৫টি ছক্কা।
ম্যাচে যশস্বী জয়ওসাল ছাড়া বল হাতে ম্যাজিক দেখান রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। কেকেআরের বিরুদ্ধে ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন চাহাল। আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও এখন চাহাল। ভেঙে দেন ডোয়েন ব্র্যাভোর রেকর্ডও। জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে বাটলারদের ঝুলিতে ১২ পয়েন্ট। টানা তিন ম্যাচ হারলেও জয়ের সরণিতে ফেরেন সঞ্জুরা। জয়ের সুবাদে আইপিএলের প্লে অফের পথ অনেকটাই প্রশস্ত করল রাজস্থান রয়্যালস।