KL Rahul : রাহুলের রোড টু রিকভারি… মজার কমেন্ট করে কী বোঝাতে চাইলেন ঈশান?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 23, 2023 | 12:55 PM

Ishan Kishan on KL Rahul : ইন্সটাগ্রামে লোকেশ রাহুল যে ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন, তা দেখে তাঁর ফ্যানেরা খানিক স্বস্তি পাবে। রাহুলের রোড টু রিকভারির পোস্টে মজার কমেন্ট করেছেন ঈশান কিষাণ।

KL Rahul : রাহুলের রোড টু রিকভারি... মজার কমেন্ট করে কী বোঝাতে চাইলেন ঈশান?
রাহুলের রোড টু রিকভারি... মজার কমেন্ট করে কী বোঝাতে চাইলেন ঈশান?
Image Credit source: KL Rahul Twitter

Follow Us

বেঙ্গালুরু : ২২ গজে কামব্যাকের জন্য তিনি মরিয়া। চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul)। থাই সার্জারির পর বেঙ্গালুরুর এনসিএতে জোরকদমে চলছে তাঁর রিহ্যাব পর্ব। ভারতীয় দলে (Team India) কামব্যাকের জন্য তিনি কীভাবে তৈরি হচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তার আপডেট শেয়ার করছেন রাহুল। সপ্তাহ খানেক আগে রাহুল এনসিএ থেকে তাঁর চারটি ছবি শেয়ার করে বার্তা দিয়েছিলেন, ধীরে ধীরে হলেও তিনি সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর সেই ছবিতে মুখ-চোখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল বেশ কষ্টে রয়েছেন তিনি। এ বার তিনি ইন্সটাগ্রামে যে ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তা দেখে তাঁর ফ্যানেরা খানিক স্বস্তি পাবে। রাহুলের রোড টু রিকভারির পোস্টে মজার কমেন্ট করেছেন তাঁর সতীর্থ ঈশান কিষাণ (Ishan Kishan)। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কেএল রাহুলের রোড টু রিকভারি

১৬তম আইপিএল চলাকালীন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল চোট পেয়েছিলেন। সেই চোট তাঁকে বাকি থাকা আইপিএল থেকে ছিটকে দেয়। এরপর গত মে মাসে মার্কিন যুক্তরাজ্যে থাই সার্জারি করান লোকেশ রাহুল। সফল অস্ত্রোপচারের পর শুরু হয় তাঁর রিকভারি পর্ব। দেশে ফিরে রাহুল পৌঁছে যান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই চলছে তাঁর ২২ গজে কামব্যাকের প্রস্তুতি।

এনসিএ এখন রাহুলের ঘরবাড়ি। সেখানেই কাটছে তাঁর রাত-দিন। ট্রেনারদের তত্ত্ববধানে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ইন্সটাগ্রামে রাহুল নিজের তিনটি ভিডিয়ো ও ২টি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর সতীর্থ ঈশান কিষাণ দু’টি ইমোজি দিয়ে মজা করে কমেন্ট করেন, ‘Why is Mr Rajni doing so extra’। যদিও নেটিজ়েনরা ঈশানের এই কমেন্টের মাথামুণ্ডু উদ্ধার করতে পারেননি। রাহুলের পোস্টে কমেন্ট করেছেন তাঁর স্ত্রী, বলিউড স্টার আথিয়া শেট্টি এবং তাঁর শ্বশুর সুনীল শেট্টি।

ক্রিকেট মহলের মতে, আসন্ন এশিয়া কাপের আগে পুরোপুরি সুস্থ না হলেও বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন রাহুল। আর তেমনটা হলে টিম ইন্ডিয়ারই লাভ। এ কথা বলার অপেক্ষা রাখে না।

Next Article