Ishan Kishan: রঞ্জি খেলায় অনিহা! অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান কিষাণ

Feb 08, 2024 | 2:30 PM

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎ করে ঈশাণ কিষাণ দেশে ফেরেন। জানা গিয়েছিল, মানসিক অবসানের কারণে তরুণ উইকেট কিপার ব্যাটার এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। ঈশান কবে মাঠে ফিরবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। এ বার তিনি অনুশীলন শুরু করেছেন।

Ishan Kishan: রঞ্জি খেলায় অনিহা! অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান কিষাণ
Ishan Kishan: রঞ্জি খেলায় অনিহা! ঈশান কিষাণের ভারতীয় টিমে ফেরার রাস্তা কি কঠিন হচ্ছে?
Image Credit source: X

Follow Us

কলকাতা: নিয়ম সকলের জন্যই সমান এবং একই। এ কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। বিশাখাপত্তনম টেস্টের (Test Cricket) পর রোহিতদের হেড স্যার দ্রাবিড়ের সামনে ঈশান কিষাণেকে (Ishan Kishan) নিয়ে একঝাঁক প্রশ্ন করা হয়। তা বেশ ভালো ভাবেই সামলেছিলেন দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎ করে ঈশাণ কিষাণ দেশে ফেরেন। জানা গিয়েছিল, মানসিক অবসানের কারণে তরুণ উইকেট কিপার ব্যাটার এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। ঈশান কবে মাঠে ফিরবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। এ বার তিনি অনুশীলন শুরু করেছেন। ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বরোদায় কিরণ মোরের অ্যাকাডেমিতে ঈশান পান্ডিয়া ব্রাদার্সদের সঙ্গে অনুশীলন করছেন। এ বার প্রশ্ন জাতীয় দলে কবে ফিরবেন ঈশান?

ইংল্যান্ড সিরিজের এখনও ৩টে ম্যাচ বাকি। ভারতীয় টিম ঘোষণাও বাকি। তাতে কি সুযোগ পাবেন ঈশান কিষাণ? ক্রিকেট মহল বলছে, হয়তো না। কারণ, শোনা গিয়েছিল ইংল্যান্ড সিরিজের আগে ঈশানকে রঞ্জি খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রঞ্জিতে খেলেননি। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকেও রঞ্জিতে খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি রঞ্জিতে খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও খেলেছেন। কিন্তু ঈশান তেমনটা করেননি। যে কারণে অনেকেই মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে ঈশান যদি না খেলেন তা হলে এখনই তাঁর জাতীয় দলে ফেরা কঠিন হবে।

এর আগে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ঈশান বিশ্রাম চেয়েছিলেন। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্রাবিড় এও জানান, তিনি ঈশানকে বলেছিলেন, ‘ও যখন রেডি থাকবে খেলার জন্য, তখনই খেলুক। এ বার ও কী করবে, পুরোটাই ওর ব্যাপার।’ আপাতত ক্রিকেট মহলের মতে, যদি ঈশান ঘরোয়া ক্রিকেটে না খেলেন তা হলে এখনই তাঁর ভারতীয় দলে ফেরা হবে না। তা-ই যদি হয় সেক্ষেত্রে এ বার তাহলে আসন্ন আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে।

 

Next Article