India vs Sri Lanka: হাসপাতালে যেতে হয়েছে ঈশানকে, আজ খেলার সম্ভাবনা কম
শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটাই আইপিএলের আগে ভারতীয় দলের শেষ ম্যাচ। আজ একটা রকর্ডের সামনে দাঁড়ায়ি রোহিতের (Rohit Sharma) দল। টানা ১২টি টি-২০ ম্যাচ জেতার সুযোগ ভারতের সামনে।
ধর্মশালা: ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টি-২০ সিরিজে শেষ ম্যাচ আজ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। তাই এই ম্যাচে একাধিক বদল থাকতে পারে টিম ইন্ডিয়ার প্রথম এগারোয়। আর এই পরিবর্তনের প্রথম নামটা হওয়ার সম্ভাবনা ঈশান কিষানের (Ishan Kishan)। শনিবার শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বাউন্সারে চোট পান ভারতীয় কিপার। দলের ডাক্তার মাঠে নেমে আসেন। বেশ কিছুটা সময় টিম ইন্ডিয়ার কিপারকে পর্যবেক্ষণ করেন তিনি। ঈশান কিছুটা সুস্থ হয়ে আবার খেলা শুরু করেন। কিন্তু বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। আউট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন তিনি। সুত্রের খবর আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর ঈশানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। করা হয় স্ক্যান। সিরিজ জিতে যাওয়ায় আজ তাঁর খেলার সম্ভাবনা খুব কম। বিশ্রাম নেওয়ার জন্য ঈশানকে সময় দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি না খললে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওপেনার হিসেবে নামতে পারেন মায়াঙ্ক আগরওয়াল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচটাই আইপিএলের আগে ভারতীয় দলের শেষ ম্যাচ। আজ একটা রকর্ডের সামনে দাঁড়ায়ি রোহিতের (Rohit Sharma) দল। টানা ১২টি টি-২০ ম্যাচ জেতার সুযোগ ভারতের সামনে। টি-২০ ক্রিকেটের ইতিহাসে যা একটা রেকর্ড। এর আগে আফগানিস্তান টানা ১২টি টি-২০ ম্যাচ জিতেছে। আজ রোহিতদের সামনে সুযোগ রাশিদদের রেকর্ডে ভাগ বসানোর। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর কোনও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার পর, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ছন্দে আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। লখনউয়ে প্রথম ম্যাচে অপরাজিত ৫৭ রানের পর ধর্মশালায়া দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রান করেছেন কেকেআর অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমারের পারফরম্যান্স দেখে যখন মনে হচ্ছিল রিজার্ভ বেঞ্চটাই শ্রেয়সের জায়াগ হতে চলেছে। ভারতীয় দলের অন্দর মহল থেকে খবর উঠে এসেছিল শ্রেয়সকে নাকি বার্তা দেওয়া হয়েছে, বোলিং করার। অলরাউন্ডার হিসেবে ভাবে যেতে পারে তাঁকে। শুধু ব্যাটার হিসেবে আপাতত জায়গা হচ্ছে না। ছবিটা মাত্র দুটো ম্যাচে বদলে দিলেন শ্রেয়স। তাঁর ব্যাট যা বলছে, তাতে সূর্যকুমার ফিট হয়ে দলে ফিরলেও এবার তাঁকেই বাইরে বসতে হবে। অপেক্ষা করতে হবে শ্রেয়সের অফ ফর্মের। আজ ম্যান অব দ্য সিরিজের পুরস্কার ওঠার সম্ভাবনা শ্রেয়সের হাতেই।
আরও পড়ুন : Russia-Ukrain Conflict: বক্সিং গ্লাভস ছেড়ে বন্দুক হাতে ২ বিশ্বচ্যাম্পিয়ন