WTC Final 2023: লোকেশ রাহুলের পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের, WTC ফাইনালে কার প্রবেশ?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 08, 2023 | 6:05 PM

রাহুল চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের জন্য কার নাম ঘোষণা করবে বিসিসিআই, তা নিয়ে জল্পনা ছিল।

WTC Final 2023: লোকেশ রাহুলের পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের, WTC ফাইনালে কার প্রবেশ?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: চোটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন রাহুল। সোমবার বিকেলে সেই খবর সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। একইসঙ্গে WTC ফাইনালে রাহুলের পরিবর্ত ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রাহুল চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের জন্য কার নাম ঘোষণা করবে বিসিসিআই, তা নিয়ে জল্পনা ছিল। আইপিএলের পারফরম্যান্সের জেরে বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা কামব্যাকের জোর দাবিদার ছিলেন। অনুরাগীরা দাবি তুলছিলেন। তবে বোর্ডের পরিকল্পনা অন্য। রাহুলের পরিবর্ত হিসেবে তরুণ কিপার ব্যাটার ঈশান কিষাণকে (Ishan Kishan) ইংল্যান্ড নিয়ে যাচ্ছে বিসিসিআই। ঋদ্ধির জায়গা না হলেও স্ট্যান্ড বাই হিসেবে ইংল্যান্ড যাবেন বাংলার অন্য এক ক্রিকেটার। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বর্তমানে জোরকদমে চলছে ২০২৩ আইপিএল। তারই মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। চমক বলতে ছিল অজিঙ্ক রাহানের কামব্যাক। তবে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলেন বিসিসিআই নির্বাচকরা। সৌজন্যে লোকেশ রাহুলের চোট। গত ১ মে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের থাইয়ে গুরুতর চোট পান রাহুল। তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। তবে বোর্ডের তরফে আজই সরকারিভাবে সেই ঘোষণা করা হল। একইসঙ্গে রাহুলের পরিবর্তে তরুণ কিপার ব্যাটার ঈশান কিষাণের নাম ঘোষণা করেছে বিসিসিআই। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি ঈশানের। সাদা জার্সিতে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকের জন্য তৈরি তিনি।

মূল স্কোয়াডে না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের জন্য আগামী জুনে ইংল্যান্ড যাচ্ছেন আরও তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব এবং বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসার মুকেশ কুমার। স্ট্যান্ড বাই হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

WTC ফাইনাল স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট, ইশান কিষাণ (উইকেটকিপার)।

Next Article