Ishan Kishan: নিঃস্বার্থ হিটম্যান! একগাল হেসে রোহিতকে ধন্যবাদ ঈশানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 17, 2023 | 7:16 PM

Asia Cup 2023, IND vs SL Final: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) গত বারের চ্যাম্পিয়নকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। দাসুন শানাকার শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করে। মহম্মদ সিরাজের স্বপ্নের বোলিংয়ে চুরমার হয়ে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। একাই সিরাজ তুলে নেন ৬টি উইকেট। বাকি ৩টি উইকেট হার্দিক পান্ডিয়া ও ১টি জসপ্রীত বুমরার। ভারতের সামনে টার্গেট ছিল ৫১। অনায়াসে যা তুলে নেন ভারত।

Ishan Kishan: নিঃস্বার্থ হিটম্যান! একগাল হেসে রোহিতকে ধন্যবাদ ঈশানের
নিঃস্বার্থ হিটম্যান! একগাল হেসে রোহিতকে ধন্যবাদ ঈশানের
Image Credit source: Twitter

Follow Us

কলম্বো: দুরমুশ লঙ্কা, এশিয়া সেরা ভারত। রবি-বিকেলে অনেকেই জমজমাট ১০০ ওভারের এশিয়া কাপ দেখতে বসেছিলেন। কিন্তু জমজমাট ফাইনাল হল তো বটে, কিন্তু ১০০ ওভার খেলা হল না। দুই দল খেলল মোট ২১.৩ ওভার। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) গত বারের চ্যাম্পিয়নকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। দাসুন শানাকার শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করে। মহম্মদ সিরাজের স্বপ্নের বোলিংয়ে চুরমার হয়ে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। একাই সিরাজ তুলে নেন ৬টি উইকেট। বাকি ৩টি উইকেট হার্দিক পান্ডিয়া ও ১টি জসপ্রীত বুমরার। ভারতের সামনে টার্গেট ছিল ৫১। অনায়াসে যা তুলে নেয় ভারত। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বরং তিনি সুযোগ দেন ঈশান কিষাণকে (Ishan Kishan)। এই সুযোগ পেলে আপ্লুত ঈশান। চ্যাম্পিয়ন হওয়ার পর তাই এক গাল হেসে অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন ঈশান। কী বললেন তিনি? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

৬.১ ওভারে ভারত শ্রীলঙ্কার দেওয়া ৫১ রানের টার্গেট পূরণ করে ফেলে। ওপেনিংয়ে আজ শুভমন গিলের সঙ্গে নিজে না নেমে ঈশান কিষাণকে পাঠান। তিনি ক্যাপ্টেনকে হতাশ করেননি। গিলের সঙ্গে জুটিতে ম্যাচ শেষ করে আসেন ঈশান। ১৮ বলে ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঈশান। গিল ২৭ রানে নট আউট।

এশিয়া কাপের ফাইনালের শেষে ঈশান কিষাণ বলেন, ‘পুরো কৃতিত্বটাই আমাদের বোলারদের। ওরা অসাধারণ বল করেছে। প্রথম বল থেকেই ওদের দাপট দেখা গিয়েছে। বিশেষ করে সিরাজ অনবদ্য পারফর্ম করেছে। আমরা এখানে কয়েকটা ম্যাচ খেলেছি। জানি এখানে পরে ব্যাট করা সহজ হয় না। তবে টস হারলেও আমরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি ছিলাম। স্কোরবোর্ডে বেশি রান ছিল না। আমি আমার মতো করে শটগুলো বেছে নিচ্ছিলাম, স্ট্রাইক রোটেট করছিলাম। এই ম্যাচে ওপেন করার সুযোগ পেয়ে দারুণ লাগল। ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানাই। আমাকে ফাইনালে ওপেন করার সুযোগ দেওয়ার জন্য।’

সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই নিঃস্বার্থ মনোভাব দেখে নেটিজ়েনরা তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন।

Next Article