কলম্বো: দুরমুশ লঙ্কা, এশিয়া সেরা ভারত। রবি-বিকেলে অনেকেই জমজমাট ১০০ ওভারের এশিয়া কাপ দেখতে বসেছিলেন। কিন্তু জমজমাট ফাইনাল হল তো বটে, কিন্তু ১০০ ওভার খেলা হল না। দুই দল খেলল মোট ২১.৩ ওভার। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) গত বারের চ্যাম্পিয়নকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। দাসুন শানাকার শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করে। মহম্মদ সিরাজের স্বপ্নের বোলিংয়ে চুরমার হয়ে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। একাই সিরাজ তুলে নেন ৬টি উইকেট। বাকি ৩টি উইকেট হার্দিক পান্ডিয়া ও ১টি জসপ্রীত বুমরার। ভারতের সামনে টার্গেট ছিল ৫১। অনায়াসে যা তুলে নেয় ভারত। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বরং তিনি সুযোগ দেন ঈশান কিষাণকে (Ishan Kishan)। এই সুযোগ পেলে আপ্লুত ঈশান। চ্যাম্পিয়ন হওয়ার পর তাই এক গাল হেসে অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন ঈশান। কী বললেন তিনি? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
৬.১ ওভারে ভারত শ্রীলঙ্কার দেওয়া ৫১ রানের টার্গেট পূরণ করে ফেলে। ওপেনিংয়ে আজ শুভমন গিলের সঙ্গে নিজে না নেমে ঈশান কিষাণকে পাঠান। তিনি ক্যাপ্টেনকে হতাশ করেননি। গিলের সঙ্গে জুটিতে ম্যাচ শেষ করে আসেন ঈশান। ১৮ বলে ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঈশান। গিল ২৭ রানে নট আউট।
এশিয়া কাপের ফাইনালের শেষে ঈশান কিষাণ বলেন, ‘পুরো কৃতিত্বটাই আমাদের বোলারদের। ওরা অসাধারণ বল করেছে। প্রথম বল থেকেই ওদের দাপট দেখা গিয়েছে। বিশেষ করে সিরাজ অনবদ্য পারফর্ম করেছে। আমরা এখানে কয়েকটা ম্যাচ খেলেছি। জানি এখানে পরে ব্যাট করা সহজ হয় না। তবে টস হারলেও আমরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি ছিলাম। স্কোরবোর্ডে বেশি রান ছিল না। আমি আমার মতো করে শটগুলো বেছে নিচ্ছিলাম, স্ট্রাইক রোটেট করছিলাম। এই ম্যাচে ওপেন করার সুযোগ পেয়ে দারুণ লাগল। ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানাই। আমাকে ফাইনালে ওপেন করার সুযোগ দেওয়ার জন্য।’
Ishan Kishan thanked Captain Rohit Sharma for giving him his opening spot in the big final. 🩵
Rohit Sharma is exceptional. 🩵 pic.twitter.com/kKirK6OX7w
— Irroh (@irroh45) September 17, 2023
সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই নিঃস্বার্থ মনোভাব দেখে নেটিজ়েনরা তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন।
Rohit Sharma sacrificed his Place for Ishan Kishan in The Big Final of Asia cup..!!
Rohit Sharma the Leader.🐐#AsiaCupFinal || #INDvSL pic.twitter.com/O1GSCdzAQB
— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh) September 17, 2023
Ishan Kishan : Thanks to skipper, my idol Rohit Sharma , he has told me to go enjoy the batting , win the Asia cup for us. It boosted me.
Greatest captain Rohit #AsiaCup pic.twitter.com/4N2Esi7Hxd
— User45 (@140off113) September 17, 2023
Rohit Sharma gave his opening slot to Ishan Kishan so that he can get enough game time and confidence. Captain. Leader. #INDvsSL pic.twitter.com/AFhACnqNpM
— R A T N I S H (@LoyalSachinFan) September 17, 2023