চেন্নাই: অস্ট্রেলিয়াকে হারিয়ে করে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুভারম্ভ হয়েছে টিম ইন্ডিয়ার। তবে যদি পারফরম্যান্সের নিরিখে বলতে হয় তবে বলা চলে এত খারাপ ওপেনিং এর আগে কবে ভারত করেছে তা ভাবতে গেলে বেগ পেতে হবে। শুরুতে ২ রানের মাথায় আউট হয়ে যান দলের অধিনায়ক রোহিত শর্মা সহ ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। শুভমন গিলের পরিবর্ত হিসেবে বিশ্বকাপে খেলার হাতছানি এসেছিল ঈশানের কাছে। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তিনি। খালি হাতে মাঠ ছাড়েন। আর এই বিষয়েই মুখ খুলেছেন শোয়েব আখতর। নতুন প্রজন্মের ধৈর্যর অভাব রয়েছে, মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর কী বলছেন ডান হাঁতি পাকিস্তানি পেসার? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
এক কথায় বলা চলে বিরাট কোহলি ও কে এল রাহুলের কাঁধে ভর দিয়ে অজিদের হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সামনে সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি রাহুল দ্রাবিড়ে টপ অর্ডার। ২ রানের মাথায় পর-পর আউট হয়ে যান রোহিত শর্মা, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআইতে অভিষেক হয় ঈশানের। কিন্তু মাঠে নেমে প্রথম ম্যাচেই ডাহা ব্য়র্থ হন তিনি। এ বিষয়ে শোয়েব বলেন, “ঈশানের মধ্যে ধৈর্যর অভাব ছিল।” বিশ্বকাপের প্রথম ডেলিভারি নিয়ে আরও একটু সতর্ক হতে হত বলেই মনে করেন শোয়েব।
নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কে এল রাহুলের প্রশংসা করতেও ভোলেননি পাকিস্তানি পেসার। তাঁর কথায়, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে এল রাহুল সত্যিই অনবদ্য। পরিণত ইনিংস খেলেছে রাহুল। শুরুর দিকে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল তা দায়িত্ব নিয়ে সামলে দিয়েছে ও। ” প্রসঙ্গত, অজিদের বিরুদ্ধে ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন রাহুল। সদ্য চোট থেকে সেরে উঠে রাহুলের এই দুরন্ত পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবী রাখে।