বেঙ্গালুরু: দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction) শেষ। আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা দিয়ে একাধিক প্লেয়ারদের কিনে নিয়ে দল সাজিয়ে ফেলেছে। এ বারের মেগা নিলামে মোট ৫৯০ প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল। মোট ২০৪ জন ক্রিকেটার বেঙ্গালুরুতে হওয়া নিলাম থেকে দল পেয়েছেন। তবে সব মিলিয়ে মোট ৩৮৬ জন প্লেয়ার এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত রয়ে গেলেন। তবে এই নিলামে ১০ কোটি ও তার থেকে বেশি টাকা পেয়েছেন মোট ১১ জন প্লেয়ার। এক নজরে দেখে নিন আইপিএল ২০২২ মেগা নিলামে সব থেকে বেশি টাকায় বিক্রি হওয়া প্লেয়ারদের তালিকা —
১) ঈশান কিষাণ (Ishan Kishan) – এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হলেন ঈশান কিষাণ।
দল – মুম্বই ইন্ডিয়ান্স
ভূমিকা – উইকেটকিপার ব্যাটার
বিক্রি হয়েছেন – ১৫ কোটি ২৫ লক্ষ টাকা
২) দীপক চাহার (Deepak Chahar) – আইপিএল ২০২২ এর মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ারদের তালিকায় দু’নম্বরে রয়েছেন দীপক চাহার।
দল – চেন্নাই সুপার কিংস
ভূমিকা – বোলার
বিক্রি হয়েছেন – ১৪ কোটি
৩) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) – আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া তৃতীয় প্লেয়ার হলেন শ্রেয়স আইয়ার।
দল – কলকাতা নাইট রাইডার্স
ভূমিকা – ব্যাটার
বিক্রি হয়েছেন – ১২ কোটি ২৫ লক্ষ টাকা
৪) লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) – এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন লিয়াম লিভিংস্টোন।
দল – পঞ্জাব কিংস
ভূমিকা – অল-রাউন্ডার
বিক্রি হয়েছেন – ১১ কোটি ৫০ লক্ষ টাকা
৫) শার্দূল ঠাকুর – আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া পঞ্চম প্লেয়ার হলেন শার্দূল ঠাকুর।
দল – দিল্লি ক্যাপিটালস
ভূমিকা – বোলার
বিক্রি হয়েছেন- ১০ কোটি ৭৫ লক্ষ টাকা
৬) ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) – এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন ভানিন্দু হাসারঙ্গা।
দল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ভূমিকা- অল-রাউন্ডার
বিক্রি হয়েছেন – ১০ কোটি ৭৫ লক্ষ টাকা
৭) হর্ষল প্যাটেল (Harshal Patel) – আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া সাত নম্বর প্লেয়ার হলেন হর্ষল প্যাটেল।
দল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ভূমিকা- অল-রাউন্ডার
বিক্রি হয়েছেন – ১০ কোটি ৭৫ লক্ষ টাকা
৮) নিকোলাস পুরান (Nicholas Pooran) – এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটারদের তালিকায় আট নম্বরে রয়েছেন নিকোলাস পুরান।
দল – সানরাইজার্স হায়দরাবাদ
ভূমিকা – উইকেটকিপার ব্যাটার
বিক্রি হয়েছেন – ১০ কোটি ৭৫ লক্ষ টাকা
৯) লকি ফার্গুসন (Lockie Ferguson) – আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া নয় নম্বর প্লেয়ার হলেন লকি ফার্গুসন।
দল – গুজরাত টাইটান্স
ভূমিকা – বোলার
বিক্রি হয়েছেন – ১০ কোটি
১০) প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna) – এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটারদের তালিকায় দশ নম্বরে রয়েছেন প্রসিধ কৃষ্ণ।
দল – রাজস্থান রয়্যালস
ভূমিকা – বোলার
বিক্রি হয়েছেন – ১০ কোটি
১১) আবেশ খান (Avesh Khan) – আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া এগারো নম্বর প্লেয়ার হলেন আবেশ খান।
দল – লখনউ সুপার জায়ান্টস
ভূমিকা – বোলার
বিক্রি হয়েছেন – ১০ কোটি